পড়ালেখা!! শব্দটা শুনতেই শিক্ষার্থীদের কপালে ৩/৪টা ভাঁজ পড়েই।আর মেডিকেলের এই একঘেয়েমি পড়াশোনায় কোন ফাঁকফোকর নেই বললেই চলে।সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত,ক্লাস,ওয়ার্ডের গ্যারাকলে পিষ্ট জীবনে অতিষ্ট হয়েও পালিয়ে যাওয়ার উপায় নেই।আর এই ব্যস্ত শিডিউলের মাঝে হারিয়ে যায় অনেকেরই সুপ্ত প্রতিভা। মেডিকেলের শিক্ষার্থীরা যে পড়ালেখা ছাড়াও আরো বিভিন্ন কাজে পারদর্শী,তার সবচাইতে […]