গত ৭ জুলাই,২০১৭তে রাজধানীর ধানমন্ডিতে wings centre এ AGM-2017 (Annual General Meeting) এর মাধ্যমে এ সংগঠনটির নতুন কমিটি নির্বাচিত হয়।
BAMOS (Bangladesh Association of Oral &Maxillofacial Surgeons) – বাংলাদেশের এ সংগঠনটি ১৯৯৩ সালে গঠিত হয়ে, দেশের সকল ওরাল এন্ড মেক্সিলোফেসিয়াল সার্জনদের একত্রিত করে রেখেছে।
BAMOS এর এই নির্বাচন পরিচালনা করেন ডাঃ জয়নাল আবেদীন। ২০১৭-২০২০ সাল পর্যন্ত গঠিত নতুন কমিটি সকল দায়িত্ব পালন করবে।
এ সংগঠনটির কমিটিতে দায়িত্ব পালন করে আসা প্রেসিডেন্ট প্রফেসর ডাঃ মতিউর রহমান মোল্লা এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাঃ মহিউদ্দিন আহমেদ, নবনির্বাচিত প্রেসিডেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ মোঃ রুহুল আমিন এবং সেক্রেটারি জেনারেল প্রফেসর কাজী বিল্লুর রহমান এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন ।
এর আগে প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক ডাঃ রুহুল আমিন, সেক্রেটারি জেনারেল প্রফেসর ডাঃকাজী বিল্লুর রহমান এবং যুগ্ম সেক্রেটারি সহযোগী অধ্যাপক ডাঃ মোর্শেদ আলম তালুকদার কে নিয়ে ৩৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ২০১৭-২০২০ সালের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়।
তথ্য ঃ হাফিজুর রহমান, প্ল্যাটফর্ম ডেন্টাল উইং ।