প্ল্যাটফর্ম নিউজ, ১৭মে ২০২০, রবিবার
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা এর নিউ ইয়র্ক চ্যাপ্টার (BMANA) এর আয়োজনে কোভিড-১৯ বিষয়ে ইন্টারেক্টিভ প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হবে আজ ১৭ মে বাংলাদেশ সময় রাত ১০.০০ ঘটিকায়।
অনুষ্ঠানের অতিথিদের হিসেবে বক্তব্য রাখবেন, জন হপকিনস স্কুল অফ পাবলিক হেলথ্ এর প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, এমবিবিএস, পিএইচডি; বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন কনসালটেন্ট কিডনি বিশেষজ্ঞ প্রফেসর ইমরান বিন ইউনুস, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিপি এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর মোহাম্মদ মুসতাক হুসাইন।
অনুষ্ঠানে স্পিকার হিসেবে থাকবেন ক্রিটিক্যাল কেয়ার ও পালমোনারী বিশেষজ্ঞ ডা. মুজিবুর আর মজুমদার, ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের ডা. মো. হামিদুজ্জামান, সেন্ট. ফ্রান্সেস হাসপাতালের ডা. মুজিবুল জি চৌধুরী, কুইন্স জি হাসপাতালের ডা. হাবিবুর রহমান এবং ব্রুকলিন হাসপাতালের ডা. শফিকুর রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উত্তর আমেরিকায় কর্মরত আরো অনেক বিশিষ্ট চিকিৎসকগণ বক্তব্য রাখবেন।
এই সভা কার্যক্রম পরিচালিত হবে zoom meeting অ্যাপ এ। সভায় উপস্থিত থাকতে নিচের লিংকে প্রবেশ করতে হবেঃ
https://us02web.zoom.us/i/82688175897