লিখেছেন ঃ Dr. Maruf Morshed, Residency of Radiation oncology phase A, FCPS part 1 in radiotherapy NICRH
রেসিডেন্সির বিষয় যখন ক্যান্সারঃ নিম্নোক্ত বিষয়ে কথাবার্তা নিতান্তই লেখকের মতামত।
আমরা যারা ক্যান্সার কে জীবনের পাথেয় করতে চাই, তারা রেসিডেন্সি দিতে গিয়ে একটা ধাধার সম্মুখীন হই। কেননা বিষয় ৩ টা।
Clinical oncology
Medical oncology
Radiation oncology
অনেকে আবার haematology and pediatric oncology কে এর মধ্যে ফেলতে চাইবেন। আমি ফেলবো হেমাটোলজির মধ্যে।
এগুলো কথা বলার আগে বলি, কোনটা কি নিয়ে কাজ করে।
Clinical oncology-chemotherapy+radiotherapy+palliative(actually all sectors of cancer)
Medical oncology-chemo+palliative+biological agent
Radiation oncology-radiotherapy+palliative
এবারে কাজের কথায়ঃ কোনটাতে কি?
Clinical oncology:
পজিটিভ সাইডঃ
সিট সংখ্যা বেশি
-ক্যান্সারের সব দিক জানবেন এবং প্র্যাকটিস করতে পারবেন
-চেম্বার প্র্যাকটিস ভালো
-সামনের দিনে immunotherapy ও আপনার আয়ত্বে থাকবে।
নেগেটিভঃ
-BSMMU তে Radiotherapy মেশিন নেই(তবে আসবে)
KYAMC-ভর্তি আড়াই লাখ। কিন্তু অত্যাধুনিক মেশিন। সরকারি নেই
-FCPS নাই
-রেডিয়েশন, মেডিকেল অনকোলজি রোগি নিয়ে টানাটানি করতে পারে।
সিটঃ bsmmu-4+3, kyamch-0+4, rmc-3+2
এ বিষয়ে আরো জানতে চাইলে প্ল্যাটফর্ম এর ওয়েবে, ডা: মোহিব নিরবের লেখাগুলো পড়ে দেখুন।
Medical oncology:
কাদের জন্য ভালো হবেঃ যারা ইতিমধ্যেই মেডিসিনে ভালো। গতবারে দুইজন চান্স পেয়েছেন fcps Training করা।
এবং ফেজ এ মেডিসিনে,
পজিটিভঃ
সুপার চেম্বার প্র্যাকটিস
বড় বড় হাসপাতাল সেন্টারে ব্যাপক চাহিদা
বিদেশে ট্রেনিং
অনেক গবেষনার সুযোগ
নেগেটিভঃ
সরকারি পোস্ট কম, মানে পাস করার পরেও-এখনো ক্যান্সার হাসপাতাল বাদে নেই
FCPS নেই
MRCP in medical oncology আছে। সেটা নিয়ে পরে একদিন বলব।
seat: 2+2
Radiation oncology:
যাদের FCPS part 1 radiotherapy তে করা আছে তাদের জন্য সোনায় সোহাগা। না থাকলেও সমস্যা নেই। তবে মেডিসিন থেকে ট্রেনিং এর আশায় আশা অবান্তর। সিলেবাস পুরাই আলাদা।
পজিটিভ দিকঃ
FCPS-FRCR in clinical oncology syllabus প্রায় এক। যা এক পড়াতে দুই না না তিন ডিগ্রী।
আপনার রোগীকে ফার্মেসি ওয়ালার চিকিতসার উপায় নেই।
Highly paid in pvt centre and in foreign country. টাটা মেমোরিয়াল এ তো তারা এলিট।
আপনার ইমার্জেন্সি কম। নারীরা অনেকেই এই বিষয়কে বেসিক সায়েন্সে না গিয়ে পছন্দ করেন। অন্তত রাতে থেরাপি প্ল্যানিং করতে আসতে হয় না।
নেগেটিভঃ
এতদিন যা পড়ছেন, তা কম কাজে দিবে। নতুন করে পড়া শুরু।
বড় সেন্টার বাদে মেশিন নাই। চেম্বার প্র্যাকটিস কম।
মনের মধ্যে ভয় থাকে দুই মাস পরে যদি বলে রেডিওথেরাপী লাগবে না। তখন তো না খেয়ে মরতে হবে।
সরকারি হাসপাতাল গুলোতে আধুনিক মেশিন নেই, যেভাবে খাজা ইউনুস বা স্কয়ার বা ইউনাইটেডে আছে।
Seat: 2+2
Oncology এর আরও বিষয় নিয়ে জানতে চাইলে,এই নিচের লিঙ্কগুলোতে ক্লিক করুন-
Masters in surgical oncology নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা – পর্ব ১
ভাইয়া, এম আর সি পি মেডিকেল অনকোলজি পোষ্ট এর জন্য অপেক্ষা করছি