২১ নভেম্বর ২০১৯
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে গতকাল ২০/১১/২০১৯ রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় জীবপ্রযুক্তি বিষয়ক একটি অবহিতকরণ সভা ও বিনামূল্যে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয়ের পরীক্ষা ( Hb-Electrophoresis) আয়োজন করে সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি (সিএমবিটি)। আলোচনা সভায় উক্ত মেডিকেলের সম্মানিত শিক্ষকবৃন্দ ও ৫ম বর্ষের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এম.আই.এস) শাখার অধীনে সিএমবিটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই জীব প্রযুক্তি সংক্রান্ত বিবিধ কার্যাবলী পরিচালনা করে আসছে সিএমটিবি।
উল্লেখ্য, ২০১৮ সালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জাতীয় চিকিৎসা জীবপ্রযুক্তি কর্মপরিকল্পনা (২০১৮-২০২৭) প্রকাশিত হয়। এর ২ নং কার্যাবলীতে উল্লেখ রয়েছে যোগাযোগ ও সমন্বয়। এরই অংশ হিসেবে সিএমবিটি মেডিকেল কলেজগুলোতে জীব প্রযুক্তি সংক্রান্ত অবহিতকরণ সভা আয়োজন করে আসছে।
স্টাফ রিপোর্টার / নাজমুন নাহার মীম