প্ল্যাটফর্ম নিউজ
১৯ এপ্রিল ২০২০
রবিবার বর্তমানে COVID-19 ব্যবস্থাপনার জন্য হাসপাতাল ও স্বাস্থ্য সেবা প্রাদানকারী ব্যাপকভাবে সংক্রমিত হওয়ায় হাসপাতাল স্বাস্থ্য সেবা হুমকির মুখে পতিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় সংক্রমণ হতে বিরত রাখার জন্য এবং স্বাস্থ্যসেবাপ্রদানকারীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সকল স্বাস্থ্যসেবা প্রদানকারীগণকে জরুরী নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।
১। COVID-19 ব্যবস্থাপনার জন্য হাসপাতালে কর্মরত সকল সেবাপ্রদানকারীদের সমন্বয়ে তিনটি টিম গঠন করতে হবে।
২। প্রতি টিম একনাগাড়ে ১০ দিন ২/৩ শিফটে ৮-১২ ঘন্টা রোস্টার করে ডিউটি পালন করবে।
৩। ডিউটি চলাকালীন সময়ে টীমের সকল সেবা প্রদানকারীগণ নিরাপত্তার জন্য গেস্ট হাউস অথবা হোটেলে অবস্থান করবেন। গেস্ট হাউস/ হোটেল জেলা কমিটির সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা করবে।
৪। ১০ দিন ডিউটি পরবর্তী ১৪ দিন হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন।
৫। এক টীমের কোয়ারেন্টাইন চলাকালে অন্য টীম কাজ করবেন এবং রোষ্টার ডিউটি শেষে হোটেলে অবস্থান করবেন।
৬। বর্ণিত working modality তে তিনটি টীমের সেবাপ্রদানকারী সমানভাবে সমন্বয় করে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ মোতাবেক কাজ করবেন।
৭। ৫০ বছরের উর্দ্ধে এবং গর্ভবতী সেবা প্রদানকারীগণ টীমের বাইরে থাকবেন এবং telemedicine এর মাধ্যমে সেবা প্রদান করবেন।
৮। বর্নিত টিমে সকল discipline এর চিকিৎসকগণ অন্তর্ভূক্ত হবেন।
৯।হোটেলে অবস্থান, থাকা, যাতায়াত এবং খাওয়ার জন্য প্রতিষ্ঠান কর্তৃক প্রেরীত চাহিদা প্রাপ্তি সাপেক্ষে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের অনুরোধ পাঠানো হবে।
১০। MSR বরাদ্দ হতে স্থানীয়ভাবে Quality PPE এর সরবরাহ নিশ্চিত করতে হবে।
১১। PPE ব্যবহার এবং খোলার বিষয়ে সুনির্দিষ্ট নিয়মাবলী পালন করতে হবে।
সেবা প্রদানকারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে বর্ণিত বিষয় সমূহ অবিলম্বে বাস্তবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/ তাহিয়া তাসনিম