Davidson For MD Residency

রেসিডেন্সিতে ডেভিডসন কতটুকু পড়তে হয় ?

এ প্রশ্নের সম্মুখীন হচ্ছি বেশ কিছুদিন ধরে । আমার মনে আছে গত বছর এম ডি র প্রশ্নই শুরু হয়েছিলো GIT ডেভিডসন দিয়ে ,প্রায় ৫০ টি প্রশ্ন জুড়ে ছিলো ডেভিডসনের ছক-চার্ট । সো যারা এমডি দিবেন তাদের জন্য ডেভিডসন মাস্ট । অনেককেই বলতে দেখি ডেভিডসন পড়ে নি ,আসলে ডেভিডসন না পড়ে কিভাবে চান্স পেল জানি না ,তবে ভালো মার্ক্স তুলতে গেলে তথা মনমতো সাবজেক্ট পাওয়ার জন্য ডেভিডসন পড়তেই হবে।মেডিসিনের ব্রাঞ্চে যেহেতু কম্পিটিশন তুলনামূলক বেশি তাই ডেভিডসন পড়ার কোনো বিকল্প নেই সেটা আপনি যে কোনো গাইডের ডেভিডসন অংশই পড়ুন আর সরাসরি ডেভিডসন ই পড়ুন ।এম এস এ কতটুকু লাগে ধারণা নেই তবে শুনেছি কিছু লাগে যারা এম এস দিয়েছে উনারাই ভালো বলতে পারবেন ।এবারে কাজের কথায় আসি । এর আগে পার্ট –ওয়ান ডেভিডসন নিয়ে পোস্ট দিয়েছিলাম অনেকেই ইনবক্সে করে ধন্যবাদ জানিয়েছেন যে তারা উপকৃত হয়েছেন । অল্প কিছু উপকার হলেও আমি খুশি । এম ডি যেহেতু বেসিক বেইজড পরীক্ষা তাই এখানে ডেভিডসন এ আসলেই বেশি সময় না দেয়াই উত্তম ।যেগুলো না পড়লেই নয় সেই টপিক গুলোই আমি চ্যাপ্টার ওয়াইজ এখানে দেয়ার চেস্টা করবো ।রেসিডেন্সির জন্যে পড়ার নিয়ম হচ্ছে আগে ফিজিওলজি টা ভালোভাবে পড়বেন তারপর ডেভিডসন অংশটুকু পড়বেন একইসাথে তাহলে পড়তে সুবিধা হবে প্লাস বিষয়গুলো কো-রিলেট করতে পারবেন।

Neurology:
Imp topic:
meningitis ,MND,GBS,SAH(causes)
গুরুত্বপূর্ন চার্টঃ
26.1,26.1(vvi),26.3(vvi),26.4,26.5(vvi),26.10,26.13,26.17(VVVVI),26.19,26.25,26.26(intrameningeal& cavernous),26.28(3rd nerve +horner) 26.30(vvi),31,26.46,26.54(common gulo),26.58,26.65,67,26.71,76(vvi),92,93,96,99,100,27.2,6,13(vvi)

Haematology :
গুরুত্বপুর্ণ টপিক :
APS+DIC(only chart),myelofibrosis(vvi),HL,Megaloblastic anaemia,thalassemia,AML+CML(only intro)(এগুলো অত ডিটেইলস পড়তে হয়না জাস্ট ধারণা এবং introduction টুকু)
আর যে চার্টগুলো দেখবেন ..
Fig-24.4,chart 24.2(VVI),24.3(vvi),24.8(vvi),24.9(neutrophil,eosinophil),24.17(vvi)24.22(vvi-eta khub e imp indication gulo valo kore porte hobe),24.33,36+39(vvi)

GIT & Hepatobiliary :
গুরুত্বপুর্ণ বিষয়ঃ IBD(difference+ extra intestinal manifestation-VVI),Achalasia,Zollinger Ellison syndrome,Gastric CA,FAP,PBC,SCC(difference),Wilson disease,
গুরুত্বপূর্ণ চার্টঃ 22.4,22.5,15,20,42,46(vvi-17 te asche),50,51(egula mone thake na)61(vvi),63,67,70,84,23.9,18,26,29,33,64
Fig:
22.23,55,23.2,5,13,19(vvi)।

Cardiology:
যদি ডেভিডসন থেকে আমাকে একটা চ্যাপ্টার পড়তে বলা হয় তাহলে আমি অবশ্যই কার্ডিওলজির কথাই বলবো ।এই চ্যাপ্টারটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ,কিছু গৎবাঁধা প্রশ্ন থাকে প্রতিবছর ই আসে এবং প্রতিবছর ই ভুল হয় ,এটা হবেই হতেই থাকবে।
গুরুত্বপূর্ণ বিষয়ঃ Infective endocarditis(pic ta+criteria),cong heart disease(cyanotic ,acyanotic-vvi)COA,TOF,pericardial effusion,constrictive pericarditis+temponade(vvi-q asbei)
MS,MR,AR,AS (এই চারটা দুটো দুটো করে পাশাপাশি ছক বানিয়ে পড়ে ফেলবেন ),Heart block(causes & ECG changes)Hypertensive retinopathy(vvi) ,CF& complications of ACS,AF(causes & mx)heart failure er pic,sudden cardiac death,
গুরুত্বপূর্ণ চার্টঃ
chart 18.1(vvi),18.3,18.5,fig 18.17(vvi),chart 18.6,fig 18.18(vvi),chart 18.7,9(vvi),11,22(vvi),23(vvi),26(vvi),29(vvi),33(vvi),34(vvi)35,36,37(এটা না পড়ে পরিক্ষা দেয়া উচিত না),38(amiodarone,digoxin),41(vvi),49,62,68,80,86,88(vvi),94,96

Endocrinology :
Endocrinology physiology থেকে বেশি প্রশ্ন হয় ডেভিডসন থেকে হাতে গোনা কয়েকটা না পড়লেও চলে তবে পড়া ভালো ।
গুরুত্বপূর্ণ টপিক : Graves disease,Hashimotos,,gynaecomastia,hirsutism(causes-vvi),Turner synd(pic ta –vvi),Klinnefilter synd,hypercalcaemia+hypocalcaemia(causes-vvi),Cushing synd(pic ta-vvi),addisons disease,phaeocomocytoma(reading) ,Acromegaly(pic ta),MEN(VVI),DKA+HHS(just ki hocche biochem & clinical findings) ,OHA,Diabetic retinopathy (সাথে hypertensive retinopathy দুটো পাশাপাশি লিখে একসাথে পড়বেন)
গুরুত্বপূর্ণ চার্টঃ 20.7,8(VVI),9(vvi),fig 20.4(low uptake –ekhan theke q hoy),chart 20.10,17,20(reading diyen),fig-20.12,13,chart-20.22,24,28,29,30,31,42,45(vvi),46,51(vvi),fig-20.24,chart-20.54,55,fig-20.27(vvi),chart-20.63(VVi),MEN,APS-20.69

RENAL SYSTEM:
IMP TOPIC:Nephrotic & nephritic synd,AKI,CKD(CF-all-imp-endocrine,CVS)Glomerular disease(chart ta nije likhe nijer moto sajiye porben+ fig 17.21 valovabe dekhben-q asolei ase),Acute interstitial nephritis,Adult PKD(VVVVVI),Bartler,,UTI(CF)Pulm-renal synd,
IMP chart:17.3,4(risk factors),chart-17.5(VVVi),6,8,9,10(vvi),11(vvvvvi),14,15,16(ca,Albumin,microscopy,USG,x ray,ECG),20,24(vvi),27(vvi),28(ACEI,ARB dea jabe),39(Vvvvi),40,41(vvi),42(drugs only),44(vvi),45,46(vvi),52,65(ATN,tubular ,interstitial neephritis)
Fig-17.7,10,13(vvi)
ACID BASE ELECTROLYTE:VVi:এটা ABC biochem ( volume disorder gulo) r david mile porben –q asbei must –conception clear kore porben onk easy lagbe inshallah..
Davidson:Chart:16.2(vvi),4,11(VVI),12(VVI),13(maf naii-vvvvvvvvi),15(vvvvi),18,19(na pore xm a jaoa haram),20(vvvvvvi),21,22,
Fig-16.3(vvi),4,9(VVI),10(vvi),
আরো পড়বেন : hypokalaemia,hyperkalaemia,Resp acidosis+alkalosis(causes,Ph,Pc02,HCo3 egulo),hypomagnesaemia.
এগুলো পড়লেই চলে তবে সময় পেলে ডেভিডসনটা পুরো পড়তে পারলে ভালো হয় মনে থাকবে ভালো।

RESPIRATORY SYSTEM:
গৎবাঁধা প্রশ্ন ঐ প্রতিবার এপেক্স বেইস ,ফেইলর ,এজমার life threatening feature এগুলাই আসে ঘুরে ফিরে । physiology র জন্য Ganong টা খুব কাজের ওখান থেকেই পড়বেন আর ডেভিডসন কিছু জিনিস যেগুলো দিয়ে দিচ্ছি তাতেই সব খেল খতম হবে ইনশাআল্লাহ।
IPM TOPIC: Respiratory failure(exam er din sokale chart ta dekhe jaben must-dnt miss)Asthma(Chart gulo),,cystic fibrosis(vvi-fig 19.31 valovabe bujhe bujhe dekhben),CAP(causes kon age e konta diye hoy),complications,TB(purota conception er jnne-pic ta valo kore+CF),Anti Tb drugs S/E,Bronchial CA(C/F,non-metastatic manifestation)Sarcoidosis(vvi-pic ta-exam er din dekhe jaben)
IMP CHART:19.3,4(vvi),5,6(vvi),8(VVi),9,10(vvi),14(vvi),15,16,18(vvvvvvvvvvvvi-na pore jaoa haram –duibar bollam),21,25(vvvvvvvvvi),26(vvi),27(imp),29,41,42,43,44(marker of severity porben -5 ta ache gune gune ber korben-vvi,urine kontate dakhe,x ray),47,52,54,55,56,57,60(vvi),70,72(vvvvi),73(vvi),81,93-Acute massive PE),
Fig:19.4,25,33(vvi),38(vvi),67,
এগুলোই অনেক সময় না পেলে vvi পড়ে যাবেন ।

RHEUMATOLOGY:
Devidson থেকে তেমন আসে না স্কিপ করলেও সমস্যা নাই তবে পড়ত চাইলে নীচের টপিকগুলো একবার চোখ বুলাবেন ।
TOPIC: radionuclitide bone scan,BMD er seser parata –T-score,tissue biopsy,Osteoarthritis(common joints,C/F –chart ta),CPDCDD,septic arthritis(causes),viral arthritis(causes),RA(CF,presentations,deformity,extra articular manifestations),stills disease(vvi),Seronegative arthritis,AS(extra-articular feature,x-ray-bamboo spine),Reitre disease,psoriatic arthritis(nail changes),SLE(vvi-C/F,25.69 chart ta porlei hobe valo kore,inv)SS,MCTD(ektu dekhben)

Infectious disease/Microbiology:
Lange: classification of bacteria,essential-non essential structure,growth curve,sterilization,normal flora(vvi)(chart),exotoxin,endotoxin,Antibiotic chart(vvi-exam din sokale dekhe jaben)general bacteriology খুব ভালোভাবেই লাগে এখানে।
গুরুত্বপুর্ন ব্যাকটেরিয়াঃ staph aureus,strepto pyogens,pneumoniae,agalactiae,viridens,N meningitis,gonorrhoea,clostridium(3 ta)-vvi,correnebacterium diptheriae,Actinomyces(vvi),spirochates(vvi),ricketsial disease(rocky mountain fever ta details porben),Listeria(vvi),MTB,M lep(mainly david theke porben)-vvi,Enterobacteriacae(criteria+V cholarae,salmonella,shigella,E coli)-এগুলো সব লেঞ্জ থেকেই পড়বেন ,শুধু নিচের কয়েকটা টপিক ডেভিডসন পড়বেন । ,মাইক্রো আলাদা বিষয় এটা থেকে অনেক প্রশ্ন আসে এবং এগুলো অনেক সহজ তাই ভালোভাবে পড়বেন যাতে এখানে সর্বোচ্চ মার্ক্স তোলা যায় আমি শুধু টপিক দিয়ে দিলাম ডিটেইলস এ গেলাম না ।
Davidson: AIDS ,syphilis,M leprae valo kore (শুধু চার্ট আর পার্থক্য গুলো)

Virology:
Lange:classification,DNA vs RNA,pervo,Adeno,papilloma(eta valo kore porben),Herpes family(zoster,kothay konta latent thake lange er chart ),EBV(vvI-monospot test/PB test)
Measles,mumps(complications),Cong Rubella synd(vvi),CMV,orthomyxo,paramyxo-diff,(reys synd),Rabies(vaccine gula-ektu details,street & fixed virus),Hep-B(vvi-interpretation gulo-khub valo kore –lange a chart ache),Hep-C,Hep-A
routes of transmission –virus+bact+parasite,vaccine (live vs killed)-Live mone rakhben-RAJI-diye
Davidson:Measles+Rubella+pervo B19,Herpes 1+2(complications),HH8,chart 13.40

Parasitilogy:
kalazar+malaria(kd+davidson milay),E.histolytica(kd),Trichomonas(KD),Toxoplasma(KD+david+lange –eta khub e imp),cestode,trematode,nematode(name+diff),E granulosus(KD),ancylostoma+ascaris(obs feature),W bancrofti(kd+david)
Davidson:chart 13.58,picta,Giardiasis

Mycology:
Name & classification –cutaneous,subcutaneous,systemic,opportunistic,
Dimorphic,yeast,mold-name only
Details porben –Candida albicans,histoplasma,cryptococcus(Lange),
David theke chaile cryptococcosis ta porte paren r kisu dorkar nai.

IMMUNOLOGY:
innate,acquired immunity ,primary secondary response(diff),component of innate & acquired, Immunoglobulins(details),Antigen,HLA,cell mediated,humoral,T-cell,B cell (functions,diff)hypersensitivity reactions(VVI),diff serum sickness & arthus reaction,Graft vs Host disease,Autoimmunity,primary secondary immune def dis,APC(VVI)
David:পড়া দরকার নাই লেঞ্জ পড়লেই হবে।
Immunology নিয়ে বলি জেনেসিসের শিটটা কালেক্ট করতে পারলে খুব ভালো হয় ওটাতে সবকিছু সুন্দরভাবে গুছানো আছে ওটা পড়লে আর কিছু লাগে না ।

এবারে আসি skin আর Psychitry নিয়ে ,এই দুটো অনেকেই পড়তে চায় না কিন্তু এগুলোই কম পড়ে কমন পাওয়া যায়ঃ
SKIN:
শুধু কয়েকটা চার্ট আর কজ পড়লেই হবে।
টপিকঃ Psoriasis,bullous disease(chart ta –must read ),hypo+hyperpigmentation+itching (causes),koebner phenomena,bullous disease ki ki
Chart: 28,3,4(vvi),5,6,7(vvvi),8,23,25,28(drugs name only),31,36,38(vvi-MD te khub ase),41+42(must read –kothao theke nah oleo ei duita chart theke q asbei)
এগুলোর বাইরে মনে হয়না আর পড়ার দরকার হবে ।

PSYCHIATRY:
Chart:10.1,5,6,7,8,9(vvi -6 tai),10,11,24,28,31,32(main gulo),
Sathe delusion & hallucination-q asche

POISONING:
TOPIC:OPC(chart ta muscarinic,nicotinic),Morphin(triad ache),Snake bite ,Paracetamol,all poisoning antidote name,TCA poisoning
আশা করি Devidson সব কিছু কাভার হয়ে গেছে । সময় পেলে এগুলো সব পড়বেন বেশি পড়তে চাইলে ওয়েলকাম আর সময় না পেলে শুধু vvi গুলো পড়বেন ।
দেখি ফার্মাটা নিয়ে কিছু লিখা যায় কিনা চেস্টা করবো এটার বেশ কিছু রিকুয়েস্ট আছে।
সামনে পরীক্ষা ,সকলের জন্য শুভকামনা । এখন থেকে সময় নস্ট করা কমিয়ে দেন সফল হবেন ইনশাআল্লাহ।

লিখেছেন:
ডা. আসাদ
FCPS part-1(Int.Medicine)
MD(Neurology)-BSMMU Phase-A Resident

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

মাদারতেরেসা এওয়ার্ড গ্রহণ করেছেন অধ্যাপক ডা. এ.ইউ.এম মহসিন

Sat Aug 5 , 2017
সম্প্রতি সেগুনবাগিচা প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়াম মিলনায়তনে আলোকিত বাংলার মুখ আয়োজিত হল বর্তমান সরকারের আমলে নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ আবু কাউসার মোঃ দবিরুশ্বান। উক্ত অনুষ্ঠানে মাদার তেরেসা গোল্ড এওয়ার্ড গ্রহণ করেছেন অধ্যাপক ডা. এ. ইউ.এম.মহসিন,বিভাগীয় […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo