X

ঢাকা মেডিকেলে নিউনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেশন ওয়ার্কশপ

২২ নভেম্বর ২০১৯

গত ১৮ নভেম্বর ২০১৯ রোজ সোমবার ঢাকা মেডিকেল কলেজে নিউনেটাল এবং পেডিয়াট্রিক ভেন্টিলেশন এর উপর একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ এবং পেডিয়াট্রিক এন্ড নিউনেটাল ক্রিটিকাল কেয়ার লারনিং গ্রুপ (PNCCLG) এর যৌথ উদ্যোগে ওয়ার্কশপটি পরিচালিত হয়। আয়েশা/ইউনিভারসাল এর বাইরে এটা তাদের প্রথম ওয়ার্কশপ ছিল।

উক্ত ওয়ার্কশপে হাতে কলমে নবজাতক ও শিশুদের কৃত্রিম শাসপ্রশ্বাস বজায় রাখার ট্রেনিং দেয়া হয়। পিএনসিসিএলজি গ্রুপটির স্বপ্ন সবগুলো মেডিকেল কলেজ এবং সকল ইন্সটিটিউটের সকল শিশু বিশেষজ্ঞকে একদিন ক্রিটিকাল কেয়ারের মাধ্যমে এই ট্রেনিং করানো। সেই স্বপ্নের সূত্রপাত হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরো শিশু বিভাগ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান। পেডিয়াট্রিক এন্ড নিউনেটাল ক্রিটিকাল কেয়ার লারনিং গ্রুপ একদিন পুরো দেশকে জয় করার স্বপ্ন দেখে।

তথ্যসূত্র: অধ্যাপক ডা. মো মনির হোসেন

স্টাফ রিপোর্টার / জান্নাত বিনতে হোসেন

Platform:
Related Post