তথ্য ও ছবি ঃ ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ
গত কিছুদিন আগে, Doctors & future Doctors of Narsingdi Zilla এর আয়োজনে চর অঞ্চলবাসিদের বিনামুল্যে চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়।
ঐ ক্যাম্প আয়োজনকারিদের একজন অন্যতম সদস্য ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ। তিনি বলেন ,”মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এই লক্ষ্য নিয়ে গড়ে ওঠা ফেসবুক গ্রুপ Doctors & future Doctors of Narsingdi Zilla. এবার সব বাধা পেরিয়ে, সব সীমা ছাড়িয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার প্রত্যন্ত চর এলাকায় হত-দরিদ্র্য, অশিক্ষিত,অসহায়, চিকিৎসা সেবা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষে ৭জন ডাক্তার(M.B.B.S. & B.D.S),২০জন মেডিকেল স্টুডেন্ট ও বেশ কিছু ভলেন্টিয়ারদের নিয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।”
তিনি আরও বলেন, ” এই ক্যাম্পের জন্য আমরা ৬০০ এর মত প্রেসক্রিপশন প্যাড(নিজেস্ব ব্যানারে ছাপানো কাগজ),২০০ ব্লাড গ্রুপিং এবং ১০০ ডায়াবেটিস (ব্লাড সুগার) মাপার প্রস্তুতি নিয়ে গিয়ে অসংখ্য (লিস্টেড ৬০০ এর পর স্কুলের পরীক্ষার খাতা ছিড়ে প্রেসক্রিপশন এর কাগজ বানিয়ে ১০০-১৫০+) রোগীদের প্রেসক্রিপশন প্রদান করি। তবে শুধু রোগী দেখেই শেষ নয়, প্রায় ২০,০০০/- টাকার ঔষধও দান করে আমরা অনুধাবন করলাম, বোধহয় এবার কিছু করলাম। আর এটা করেছি কোন ধরনের কারো বা কোন প্রতিষ্ঠানের ডোনেশন বা সাহায্য ছাড়া আর নিজেস্ব অর্থায়নে।আর তাই এত ব্যস্ততম সময় কাটানোর পরও একটুও ক্লান্ত-পরিশ্রান্ত বোধ হয় নি আমাদের কারও।
এজন্যই বুঝি কবি বলেন…. “এর মত সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও”
feeling proud as a member of this group.
শাহাদাত হোসাইন Robin Afrad Nahid Hasan ডাঃ দীপ বিশ্বাস সুদীপ Saima Afrin Urmi Sadia Tasnim Sharna Fowzia Reza Shormi Farjana Jabin সামিয়া হক Tareq Sarker Faruk Pradhan Sayeda Fijunnahar Liza Moshiul Alam Tonmoy Mashkawat Hossain Niloy Asifuzzaman Khan Tomal
I m proud 2 b a member of this Group
feeling proud of this group 😀
সত্যিই গর্বিত…।
S.k. Deena Abraham Linkon Soykot S M Minhajul Arefin Tofayel Ahmed Sajib Robin Afrad Md Mojammel Haque Nahid Fowzia Reza Shormi Riaz Mahmud Tamal S.m. Dipu জাহাঙ্গীর আলম শাওন ডাঃ মুস্তাফিজুর রহমান আলাউল ইসলাম Sukh Ranjan Kafil Uddin
feeling proud for being the member of this group
insallah amra aro egiye jabo
feeling proud as a member of this group.