২০ অক্টোবর ২০১৯:
সিঙ্গাপুর ভিত্তিক স্টার্টআপ এক্সিলারেশন প্রোগ্রাম (Accelerating Asia) এর বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাম্পিয়ন হিসেবে আগামী জানুয়ারিতে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য তাদের মূল পর্বে বাংলাদেশকে উপস্থাপন করবেন ডাঃ ফাহরিন হান্নান, তার স্টার্টআপ “ঢাকা কাস্ট” নিয়ে।
বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাম্পিয়ন হবার মাধ্যমে ঢাকা কাস্ট তাদের মূল পর্বের ইন্টারভিউ রাউন্ডে পৃথিবীর সেরা ৫০টি স্টার্ট আপ এর সাথে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পেল।
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বুট ক্যাম্পে পৃথিবীর সেরা মেন্টর, ইনভেস্টর ও ব্যবিসায়িক পার্টনারদের সাথে সাক্ষাৎ করার সুযোগ থাকছে। এছাড়াও থাকছে প্রতিযোগিতার সেরা দশটি স্টার্ট আপের জন্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক্সিলারেশন প্রোগ্রামে গ্রাজুয়েশন করার সুযোগ।
ঢাকা কাস্টের পথচলায় এটি একটি অনন্য মাইলফলক।
এর আগে ঢাকা কাস্ট চীনে আয়োজিত “She loves Tech ” প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
একজন নারী উদ্যোক্তা হিসেবে ডাঃ ফাহরিন হান্নানের এই সাফল্য সত্যিই প্রশংসনীয়।
প্রতিবেদক/সুমাইয়া নার্গিস