১৯ অক্টোবর ২০১৯:
দীর্ঘদিন থেকে বিডিএস কোর্স এর ‘ডেন্টাল ফার্মাকোলজি’ সাবজেক্টের বাংলাদেশী কোনো লেখকের লিখা মান সম্মত একটি বইয়ের অভাববোধ করছিলো বিডিএস অধ্যয়নরত ডেন্টাল স্টুডেন্ট ও ডেন্টাল সার্জনরা। সেই অভাববোধ কাটিয়ে উঠতে অগ্রদূত হয়ে এগিয়ে এসেছেন এসোসিয়েট প্রফেসর ডা. মুমিনুল হক, যিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট প্রধান ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের কো একাডমিক কো অর্ডিনেটর।
সম্প্রতি তিনি বই আকারে বাজারে নিয়ে এসেছেন ‘Basic Principles of Dental Pharmacology’ শীর্ষক বই যা কিনা বিডিএস কোর্সে অধ্যয়নরত ডেন্টাল স্টুডেন্ট,এমনকি ডেন্টাল সার্জনরা রেফারেন্স বই হিসেবে অধ্যয়ন করতে পারবেন।
১৮/১০/২০১৯ সিলেটের স্টার প্যাসিফিক হোটেলে ছিলো বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সিলেটের অগ্রজ ডেন্টাল সার্জন ডা. মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির পদ অলংকৃত করেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহা সচিব প্রফেসর ডা. হুমায়ূন কবির বুলবুল। উক্ত অনুষ্ঠানে সিলেটস্হ সকল ডেন্টাল সার্জন ও শুভানুধ্যায়ীরা উপস্হিত ছিলেন।
মোড়ক উন্মোচন শেষে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
ডা. সাবরিনা ফরিদা চৌধুরী
ডি ৪৯, ঢাকা ডেন্টাল কলেজ