তথ্যপ্রদানে:ডা.হুমায়ুন বুলবুল
বিশ্বমানের ডেন্টিস্ট্রি (World Class Dentistry for Bangladesh) গড়ার প্রত্যয়ে যে রেনেসাঁর(জাগরন) সূচনা করেছি তারই ধারাবাহিকতায় Federation Dentair Internationale (FDI) -এর আমন্ত্রণে স্পেন এর মাদ্রিদে অনুষ্ঠিতব্য ২৯ আগস্ট—১ সেপ্টেম্বর ‘১৭ FDI Annual World Dental Congress (AWDC) -এ অংশগ্রহন করতে যাচ্ছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। প্রায় দশ হাজার পরিবারের ভালোবাসা ও অর্পিত দায়িত্ববোধ থেকে ডেন্টিস্ট্রির আন্তর্জাতিক আসরে পৌনঃপুনিক অংশগ্রহনে উদ্বুদ্ধ হয়েছি। বাংলাদেশের ডেন্টাল প্রফেশনের সদস্যদের যে আকাঙ্ক্ষা ও স্বপ্নগুলোকে কাঁধে নিয়ে নিরন্তর বয়ে বেড়াচ্ছি, অফুরন্ত প্রাণশক্তি ও কর্মস্পৃহার মাধ্যমে এটি পূর্ণতা লাভ করুক, সৃষ্টিকর্তার কাছে এই হোক সবার প্রার্থনা।
You May Like
-
10 years ago
যাদের কোন ঈদ নেই
-
4 years ago
সুরক্ষা অ্যাপঃ টিকা নিতে আজই রেজিস্ট্রেশন করুন
-
8 years ago
সাংবাদিকের মিথ্যাচার বনাম সত্য ঘটনা