ফেনীতে আজকে ফেনী মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশান(FMDSA) কর্তৃক আয়োজিত হয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। নগরীর প্রাণকেন্দ্রে ফেনী পৌরসভার অফিসের সামনে এই প্রোগ্রাম আয়োজন করা হয়।
ভোর ছয়টা থেকে শুরু হয় এই বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষার প্রোগ্রাম। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সরকারি এবং বেসরকারী মেডিকেলে পড়ুয়া মেডিকেল স্টুডেন্ট এবং শিক্ষানবিস ডাক্তাররা এই দূর্গা পূজার ছুটিতে বেড়াতে এসে এই প্রোগ্রাম আয়োজন করে।
উক্ত প্রোগ্রামে প্রায় ১০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্নয়, ১৫০ জনের বিএমআই নির্নয়, ২০০ জনের রক্তের গ্লুকোজ নির্নয় এবং ব্লাড প্রেশার দেখে দেয়া হয়,এছাড়া আলাদা করে কাউন্সেলিং করা হয় হাই রিস্ক গ্রুপদের।
ফেনীর মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টদের এই সংগঠন এখন ফেনী জেলায় একটা রোল মডেল হিসেব কাজ করছে,যে কোন সমাজ সেবামুলক কাজে এই সংগঠন অগ্রণী ভুমিকা পালন করছে।
এছাড়া প্রোগ্রামের সার্বিক তত্বাবধানে ছিল ফেনী বিএমএ।