লিখেছেন ঃ Dr maruf morshed, Residency of Radiation oncology phase A, FCPS part 1 in radiotherapy NICRH
মেডিসিন দের জন্য আছে mrcp, সার্জারিদের জন্য mrcs, গাইনিদের জন্য mrcog. কিন্তু ক্যান্সারদের জন্য কি আছে?
আছে। আমাদের জন্য আছে FRCR in clinical oncology, MRCP in medical oncology.
বর্তমান এই যুগে যোগ্যতা ও জ্ঞান বাড়ানোর জন্য বিদেশী ডিগ্রীর তুলনা নেই। বিশেষত যেখানে প্রতিবছর এদেশের হাজার হাজার ক্যান্সার রোগী এদেশের ডাক্তার দের উপর সন্দেহ পোষন করে বিদেশ (ভারত , সিঙ্গাপুর ) চলে যায়। দেশে এম ডি, এফ সিপি এস নিয়েও আলোচনা করব। আগে বাইরের গুলো নিয়ে কিছু বলি।
প্রথমেই FRCR নিয়ে কিছু বলছি কেননা একটা সুখবর দিব তাই। আগে এই পরীক্ষা হত স্বয়ং রয়েল কলেজ। কিন্তু বিগত ২০১৫ থেকে এর প্রথম পার্ট কলকাতা টাটা মেডিকেল সেন্টার এ নেয়া শুরু হয়েছে। এছাড়া আসন্ন স্প্রিং ২০১৬ থেকে ফাইনাল FRCR নেয়া শুরু হবে। যা আমি আশা করি বাংলাদেশি ডাক্তারদের জন্য পথ খুলে দিবে।
এবার আসি কাদের জন্যঃ
প্রথম পার্টের সিলেবাস অনেকটা এফসিপিএস রেডিওথেরাপীর মতন। প্রায় অবিকল বলা যেতে পারে। তবে ওদের জেনেটিক্স থেকে প্রশ্ন থাকে। পরীক্ষা পদ্ধতি সিঙ্গেল বেসড এবং চারটি পেপার। বিস্তারিত ওদের ওয়েবে পাবেন।
আমার সবচেয়ে বড় প্রশ্ন ছিল-ওদের ফাইনাল পত্রে বসার জন্য ৩ বছরের ট্রেনিং দরকার। সেটা বাংলাদেশের টা গ্রহন যোগ্য হবে কিনা। আমি ওদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি তা গ্রহনযোগ্য। সেটা যে প্রতিষ্ঠানেই হোক।
আরো অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। তারা নিচের লিঙ্কে তার উত্তর পাবেন আশা করি।
https://www.rcr.ac.uk/clinical-oncology/clinical-oncology-examinations
আমি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি তা হলঃ
আমাদের এখানে রেসিডেন্সি ক্লিনিকাল অনকোলজি থাকলেও সেখান থেকে কোন ট্রেনিং সার্টিফিকেট দিবেনা।
ট্রেনিং সার্টিফিকেট পাবেন রেডিওথেরাপি এফ সিপি এস ট্রেনিং করলে, তাও তা ক্লিনিকাল অনকোলজী না।
ওদের প্রশ্ন দেখে মনে হল, তারা কেমো ও রেডিও দুইখান থেকেই প্রশ্ন করেছে। এখন বিএস এম এম ইউ তে কেমো থাকলে রেডিওথেরাপি নেই(অতি শীঘ্র আসবে)। আবার ক্যান্সার ইনস্টিটিউটে IMRT নেই। সেক্ষেত্রে যার খাজা ইউনুস বা স্কয়ার, বা ইউনাইটেডে ট্রেনিং করছেন তারা সুবিধা পাবেন।
আমাদের বড় স্যারেরা এখনো এটি করতে তেমন আগ্রহী নন। তবে আশা করছি এখন থেকে তারা হবেন। পরের পোস্টে mrcp নিয়ে বলব।
আর জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থাকলে প্ল্যাটফর্ম এর ফেইসবুক মেইন গ্রুপে কিংবা এই পোস্টের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
এরপর আসছে ,MS In surgical oncology নিয়ে বিস্তারিত তথ্য । জানতে চোখ রাখুন আমাদের প্ল্যাটফর্ম এর মেইন গ্রুপে কিংবা ওয়েবসাইটে ।
Md Tousifur Rahman
Do you have any idea about fellowship of gynaecological oncology?
As far as i know, to do fellow ship in gynae oncology in bangladesh no direct way. first you have to complete fcps gynae. then after 2 yrs you can enter gyne onco fcps course for 1 yr training in nicrh. heavily demanded doctors.
Safat Mohammad Ayon 😉
do u think ms in gyne oncology is not a gd enough for fresher? Thnq!
do u think ms in gyne oncology is not a gd enough choice for a fresher? thnq!
Do i have to undergo any course or training before giving FRCR part one ?
Msc in Ocology er ki kono value Bangladesh e ase .. eta kore ki ki kora jete pare
Oncology fcps part 1er syllabus kivbe pete pari?kivbe porle valo hobe?thank u in advance
mrcp in medical oncology nie kisu janan plz…