FRCR in clinical oncology: জানার আছে অনেক কিছু

লিখেছেন ঃ Dr maruf morshed, Residency of Radiation oncology phase A, FCPS part 1 in radiotherapy NICRH

মেডিসিন দের জন্য আছে mrcp, সার্জারিদের জন্য mrcs, গাইনিদের জন্য mrcog. কিন্তু ক্যান্সারদের জন্য কি আছে?

আছে। আমাদের জন্য আছে FRCR in clinical oncology, MRCP in medical oncology.

বর্তমান এই যুগে যোগ্যতা ও জ্ঞান বাড়ানোর জন্য বিদেশী ডিগ্রীর তুলনা নেই। বিশেষত যেখানে প্রতিবছর এদেশের হাজার হাজার ক্যান্সার রোগী এদেশের ডাক্তার দের উপর সন্দেহ পোষন করে বিদেশ (ভারত , সিঙ্গাপুর ) চলে যায়। দেশে এম ডি, এফ সিপি এস নিয়েও আলোচনা করব। আগে বাইরের গুলো নিয়ে কিছু বলি।

প্রথমেই FRCR নিয়ে কিছু বলছি কেননা একটা সুখবর দিব তাই। আগে এই পরীক্ষা হত স্বয়ং রয়েল কলেজ। কিন্তু বিগত ২০১৫ থেকে এর প্রথম পার্ট কলকাতা টাটা মেডিকেল সেন্টার এ নেয়া শুরু হয়েছে। এছাড়া আসন্ন স্প্রিং ২০১৬ থেকে ফাইনাল FRCR নেয়া শুরু হবে। যা আমি আশা করি বাংলাদেশি ডাক্তারদের জন্য পথ খুলে দিবে।

এবার আসি কাদের জন্যঃ

প্রথম পার্টের সিলেবাস অনেকটা এফসিপিএস রেডিওথেরাপীর মতন। প্রায় অবিকল বলা যেতে পারে। তবে ওদের জেনেটিক্স থেকে প্রশ্ন থাকে। পরীক্ষা পদ্ধতি সিঙ্গেল বেসড এবং চারটি পেপার। বিস্তারিত ওদের ওয়েবে পাবেন।

আমার সবচেয়ে বড় প্রশ্ন ছিল-ওদের ফাইনাল পত্রে বসার জন্য ৩ বছরের ট্রেনিং দরকার। সেটা বাংলাদেশের টা গ্রহন যোগ্য হবে কিনা। আমি ওদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি তা গ্রহনযোগ্য। সেটা যে প্রতিষ্ঠানেই হোক।

আরো অনেকের মনে অনেক প্রশ্ন জাগতে পারে। তারা নিচের লিঙ্কে তার উত্তর পাবেন আশা করি।

https://www.rcr.ac.uk/clinical-oncology/clinical-oncology-examinations

আমি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি তা হলঃ

আমাদের এখানে রেসিডেন্সি ক্লিনিকাল অনকোলজি থাকলেও সেখান থেকে কোন ট্রেনিং সার্টিফিকেট দিবেনা।

ট্রেনিং সার্টিফিকেট পাবেন রেডিওথেরাপি এফ সিপি এস ট্রেনিং করলে, তাও তা ক্লিনিকাল অনকোলজী না।

ওদের প্রশ্ন দেখে মনে হল, তারা কেমো ও রেডিও দুইখান থেকেই প্রশ্ন করেছে। এখন বিএস এম এম ইউ তে কেমো থাকলে রেডিওথেরাপি নেই(অতি শীঘ্র আসবে)। আবার ক্যান্সার ইনস্টিটিউটে IMRT নেই। সেক্ষেত্রে যার খাজা ইউনুস বা স্কয়ার, বা ইউনাইটেডে ট্রেনিং করছেন তারা সুবিধা পাবেন।

আমাদের বড় স্যারেরা এখনো এটি করতে তেমন আগ্রহী নন। তবে আশা করছি এখন থেকে তারা হবেন। পরের পোস্টে mrcp নিয়ে বলব।

আর জিজ্ঞাসা কিংবা প্রশ্ন থাকলে প্ল্যাটফর্ম এর ফেইসবুক মেইন গ্রুপে কিংবা এই পোস্টের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

এরপর আসছে ,MS In surgical oncology  নিয়ে বিস্তারিত তথ্য । জানতে চোখ রাখুন আমাদের প্ল্যাটফর্ম এর মেইন গ্রুপে কিংবা ওয়েবসাইটে ।

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

10 thoughts on “FRCR in clinical oncology: জানার আছে অনেক কিছু

    1. As far as i know, to do fellow ship in gynae oncology in bangladesh no direct way. first you have to complete fcps gynae. then after 2 yrs you can enter gyne onco fcps course for 1 yr training in nicrh. heavily demanded doctors.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

Doctors & future Doctors of Narsingdi Zilla এর আয়োজনে চর অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প

Sat Oct 15 , 2016
তথ্য ও ছবি ঃ ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ গত কিছুদিন আগে, Doctors & future Doctors of Narsingdi Zilla এর আয়োজনে চর অঞ্চলবাসিদের বিনামুল্যে চিকিৎসা প্রদানের উদ্দেশ্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। ঐ ক্যাম্প আয়োজনকারিদের একজন অন্যতম সদস্য ডা. দ্বীপ বিশ্বাস সুদীপ। তিনি বলেন ,”মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য” এই লক্ষ্য  নিয়ে গড়ে […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo