ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অফিস থেকে সংগৃহীত নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আগামী ১৫-১২-২০১৫ তারিখের মধ্যে। আবেদন পত্রের সাথে এক কপি বায়োডাটা, ইন্টার্নশিপ প্রশিক্ষণের সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশনের সনদ, এফসিপিএস পার্ট ওয়ান/এমডি/এমএস পার্ট ওয়ানের সংশ্লিষ্ট সনদ সহ সবগুলো সনদের ফটোকপি, দুই কপি ছবি জমা দিতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তির ছবিতে।
সংগ্রহে ডাঃ জুবায়ের মুমিন
অমানবিক অনারারি প্রথার বিলোপ চাই।
পাঁচ বছরের এমবিবিএস কোর্স, একবছরের ইন্টার্নশিপ শেষ করে অবৈতনিক প্রশিক্ষণ বাংলাদেশের চিকিৎসকসকদের জন্য দাস প্রথার চেয়ে ভয়াবহ।
প্ল্যাটফর্মের পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
part 1 lagbe????
মাস্ট কিনা এটা এই সার্কুলার থেকে বোঝা যাচ্ছে না, দয়া করে অফিসে যোগাযোগ করেন
na part 1 optional except kahhar sir’s unit
Part I lage na
নাহ
নাহ, পার্ট ওয়ান বাধ্যতামূলক না
Sobai k request korbo kew jno honarary te na dhuken. .
কেন ভাই?
Mahbuba Yasmin
Thank you,Apu.
পার্ট ওয়ান আবশ্যক না। তবে পার্ট ওয়ানধারীগন প্রেফারেন্স পাবেন (সিনিয়র অনাররির কাছ থেকে শুনেছি দ্বিতীয় অংশ)। মেডিসিনে মোট ইউনিট ১২ টা। প্রত্যেক ইউনিটে অনাররি নেয়া হবে ৩০ জন করে। যদি টোটাল অনাররি এপ্লিকেশন ৩৬০ এর বেশি হয়ে যায় তখন যাদের পার্ট ওয়ান আছে আছে প্রাধান্য পাবে। তাছাড়া পার্ট ওয়ানধারীগন পছন্দের ইউনিটে যাবার সুযোগ পান।
HMO= horror movie on…
ফর্ম জমা দিলাম, কবে নাগাদ ডাকতে পারে কেউ বলতে পারবেন?
২৫ তারিখের আসেপাশে। কেবল নোটিশ বোর্ডেই পাওয়া যাবে খবর। কেউ খবর পাইলে দয়া করে আওয়াজ দিয়েন।
২৫ তারিখের আসেপাশে ডাকতে পারে। কেবল নোটিশ বোর্ডেই পাওয়া যাবে খবর। কেউ খবর পাইলে দয়া করে আওয়াজ দিয়েন।
আজ অফিসে গিয়েছিলাম। এখন ও কোন নোটিশ দেয়া হয় নাই কবে ডাকবে।