১৮ অক্টোবর ২০১৯:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেল দুইদিন ব্যাপী জাতীয় জীব প্রযুক্তি মেলা।
উক্ত মেলায় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে “সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি” স্টলের উপস্থিতি ছিল দৃষ্টি নন্দিত। ২০১২ সালে “সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি” স্থাপিত হয়েছিল আবুল কালাম আজাদের অক্লান্ত প্রচেষ্টায়। সেন্টারটির বর্তমান পরিচালক (এমআইএস) ডা. সামির সরকার। তাঁর নেতৃত্বে বর্তমানে সেন্টারটিতে ৬টি আধুনিক চিকিৎসা সেবাসহ গবেষণা ও প্রশিক্ষণ কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
বর্তমান সেবাগুলো হলো:
★RT-PCR (Gene Xpert) পদ্ধতিতে HIV ভাইরাল লোড নির্ণয় করা হয়।
বর্তমানে সারাদেশে শুধুমাত্র এই সেন্টারটিতেই HIV ভাইরাল লোড দেখা হয়ে থাকে।
★RT-PCR (Gene Xpert) পদ্ধতিতে HBV ভাইরাল লোড নির্ণয় করা হয়।
★RT-PCR (Gene Xpert) পদ্ধতিতে HIV ভাইরাস আক্রান্ত রোগীদের tuberculosis ও ড্রাগ রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়।
★ সেল থেরাপী (PRP) দেওয়া হয়।
★থ্যালাসেমিয়া নির্ণয়ে বিনামূল্যে hb electrophoresis করা হয়।
★গবেষণার উদ্দেশ্যে gene সিকুয়েন্সিং এর সুবিধাও রয়েছে।
★গবেষণার মান উন্নয়নের লক্ষ্যে চিকিৎসকগণকে চিকিৎসা জীব প্রযুক্তি বিষয়ক হ্যান্ডস অন ট্রেনিং প্রদান করা হয়েছে।
মেলা উপলক্ষ্যে “সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি” স্টলে বিনামূল্যে ২৬ জনের অধিক ব্যক্তির রক্ত সংগ্রহ করে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয়ের hb electrophoresis পরীক্ষা করা হয়েছে। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইয়াকেস ওসমান স্যার উপস্থিত ছিলেন এবং স্টলের নানারকম সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেছেন।
তথ্য সূত্রে
মারুফুর রহমান অপু
স্টাফ রিপোর্টার/নুরুন্নাহার মিতু