ডেন্টাল এর এম এস রেসিডেন্সি তে , বিষয় নির্বাচন আর কিছু দরকারি পরামর্শ।
# প্রথমে এক নজর দেখে নেয়া যাক বিষয় ও কয়টি সীট বরাদ্দ আছে —
১. ওরাল ও মাক্সিলো ফেসিয়াল সার্জারি
ইনস্টিটিউটঃ
ক)বিএসএমএমইউ (সীটঃ সরকারি ৩+ বিএসএমএমইউ ১+ বেসরকারী ৩= ৭ টি)
খ) ডি ডি সি (সীটঃসরকারি ৩+বেসরকারী ২=৫)
২. Conservative dentistry
ক)বিএসএমএমইউ (সীটঃ সরকারি ৩+ বিএসএমএমইউ ১+বেসরকারী ৩= ৭ টি)
৩. অরথোডন্টিক্স (orthodontics) :
ক)বিএসএমএমইউ (সীটঃ সরকারি ৩+ বি এস এম এম উ ১+ বেসরকারী ৩= ৭ টি)
খ) ডি ডি সি (সীটঃ সরকারি ১+ বেসরকারী ১=২ )
৪. প্রসথোডন্টিক্স (prosthodontics) :
ক) বি এস এম এম উ (সীটঃ সরকারি ৩+ বি এস এম এম উ ১+ বেসরকারী ৩= ৭ টি)
সুতরাং এই অল্প সীটের মধ্যে চান্স পাওয়ার জন্য আপনাকে বিষয় নির্বাচনে হতে হবে ভীষণ কৌশলী ।
প্রথমে ইনস্টিটিউট নির্বাচনে একটু সতর্ক হন ।রেসিডেন্সি প্রোগ্রামের ক্লাসগুলো ও সকল পরীক্ষা বি এস এম ইউ তে হয় এখনো পর্যন্ত ।তাই আপনি ডি ডি সি তে এম এস এ চান্স পেলেও সকল পরীক্ষা , ক্লাস ও অন্যান্য বিষয়ের জন্য সবসময় বি এস এম এম ইউ তে যোগাযোগ রাখতে হবে।যা বেশ ঝামেলা হয়ে যায় । তাই আমার পরামর্শ আপনি BSMMU ই 1st choice দেন । দৌঁড়াদৌঁড়ি থেকে বাঁচবেন ।
বিষয় নির্বাচন ঃ
আপনার কোনও বিষয়ে খুব বেশি ইচ্ছা থাকলে ওটাই দিবেন।অপছন্দের বিষয় পাঁচ বছর পড়া ও কাজ করা কঠিন হয়ে যায় । অনেকের মাঝখানে কোর্স ছেড়ে দেবার নজিরও কিন্তু আছে ।
কিন্তু কোন স্পেসিফিক পছন্দ যদি আপনার না থাকে, শুধু চান্স পাওয়া যদি আপনার লক্ষ্য হয় তাইলে তুলনামূলক কম প্রতিযোগিতামূলক বিষয়টি CHOICE হিসেবে দিন । চান্স পাবার সম্ভবনা বেশি থাকবে ।
আগামি ৬ই নভেম্ব্র, ২০১৫ তে এই পরীক্ষা হতে যাচ্ছে। আসন্ন পরীক্ষায় সবার সফলতা কামনা করছি ।
তথ্য ও পরামর্শ দিয়েছেন ঃ ডাঃ মোঃ আশরাফ আলি নাজমুল
Ex-lecturer (Oral anatomy), Saphena Women Dental college,
De Rochi
form fill up e BMDC reg number er aagge akta A asche…
admit card e…
MBBS der moto…
eta ki major problem?
Meet with IT sction bsmmu
ami tu ctg thaki…ekhan theke kisu kora jabe???
kindly janan…or kono number ki ase jekhane phone kore jana jabe?
Form jekhane fill up korsen,oi page a help line no deya ase
U have to fill up ur bmdc no in OMR from also
So it may create prob.contact n correct it.
okay
thanx a lot…