২৩ নভেম্বর ২০১৯
মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি ও প্রচলিত সামাজিক ধ্যান ধারণার পরিবর্তন আনার লক্ষ্যে বিএমএসএস (বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি) “মানসিক স্বাস্থ্য প্রকল্প ” এর প্রনয়ন করেছে, যা বিএমএসএস এর SCOPH ও SCOME বিভাগদ্বয় দ্বারা পরিচালিত হচ্ছে।
গতকাল ২২ নভেম্বর ২০১৯ এ প্রকল্পের আওতাধীন একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে যার সহযোগিতায় ছিল “ফ্রীডম উইদিন”। ওয়ার্কশপটির আলোচ্য বিষয় ছিল “Depression: learn, cope & conquer”।
ওয়ার্কশপটি “ফ্রীডম উইদিন” এর সহযোগিতায় বিএমএসএস এর আওতাধীন STAMC LC দ্বারা পরিচালিত হয়েছে। এতে STAMC LC এর সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠান এর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এতে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন আকর্ষণীয় সেশন যা ছিল অত্যন্ত কর্মচঞ্চল, আবেগপূর্ণ ও আনন্দঘন।
বিএমএসএস আশা করে “মানসিক স্বাস্থ্য প্রকল্প” সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারবে এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সমাজে প্রচলিত ধ্যান ধারণা ও বিভ্রান্তির অবসান ঘটিয়ে সুন্দর মানসিক স্বাস্থ্য নিয়ে বাঁচতে সাহায্য করবে।
তথ্যসূত্র:তাওহিদুল ইসলাম তাওহিদ
স্টাফ রিপোর্টার / সায়েদা নাফিসা ইসলাম