লিখেছেন ঃ Dr maruf morshed, Residency of Radiation oncology phase A, FCPS part 1 in radiotherapy NICRH
গতবছর BSMMU তে শুরু হওয়া নতুন ও চ্যালেঞ্জিং বিষয়। যারা নতুন বিষয়ে চ্যালেঞ্জিং ক্যারিয়ার করতে চান-তাদের জন্য বিবেচ্য। প্রতিযোগী কমের ফাদে পা না দেয়াই ভালো। জানেন গতবারে কতজন এই বিষয়ের জন্য পরীক্ষা দিয়েছিল-হুম-১৬৭ জন।
পজিটিভ দিক:
-প্রথম কথা আপনার ফিল্ড আপনি গড়ে নিতে পারবেন
-প্রাইভেট হাসপাতাল, ক্যান্সার সেন্টার, কিডনী সেন্টার, স্ট্রোক সেন্টারে ব্যপক চাহিদা।
-অল্প বয়সেই বিদেশে ট্রেনিং এর সুযোগ, সরকারীদের ও
-যারা গবেষনা করতে ভালোবাসেন।
-ভারতে অনেক ডিগ্রী আছে।
নেগেটিভ দিকঃ
-সরকারী তেমন পোস্ট নেই। হয়তো মেডিসিন এর সাথে কাজ করতে হতে পারে।
-রোগীরা পেলিয়েটিভ ডাক্তারের কাছে কবরে এক পা না দেয়ার আগ পর্যন্ত যেতে চায় না।
-সিট সংখ্যাঃ মাত্র ১+১+১(BSMMU). এবং গত বারে এই দুইটি সিটের জন্য প্রতিযোগী মাত্র ১৬৭ জন। তাই যারা টিকবেন নিজেকে অনেক ভাগ্যবান মনে করতে পারেন।
সাক্ষাৎকার দিয়েছেনঃ ডাঃ ওয়াই ওয়াই ম্রয় (R-1)
অনুলিখনঃ পোস্ট দাতা নিজেই।
:))