লেখকঃ ডাঃ মোঃ মারুফুর রহমান
MPH: Masters in Public Health, প্রথমেই দেখে নেয়া যাক এই ডিগ্রী সম্পর্কে বাংলাদেশের বাজারে প্রচলিত মিথগুলোঃ
১) এই ডিগ্রি করতে কস্ট কম, অল্প সময়ে ভালো টাকা কামাই করা যায়।
২) এই ডিগ্রি করলে চোখ বন্ধ করে বিদেশ চলে যাওয়া যায়।
৩) এই ডিগ্রি করলে icddr,b তে চাকরি পাওয়া যায়।
৪) এই ডিগ্রি করলে সরকারী প্রজেক্টের কাড়ি কাড়ি টাকা ভোগ করা যায়।
৫) এই ডিগ্রী কম মেধাবী, ফাকিবাজ স্টুডেন্ট করা করে।
৬) এই ডিগ্রীর দেশে কোন দাম নাই, বিদেশে কিছু দাম থাকতে পারে।
৭) এই ডিগ্রি সরকারি মেডিকেলের ছেলেপিলের করার দরকার নাই, এগুলো করবে বেসরকারি মেডিকেলের ছেলেমেয়েরা
৮) ডাক্তার হয়ে এই ডিগ্রি করার কোন মানে নাই। এটা তো নার্স, ফিজিওথেরাপিস্ট, সোশাল সায়েন্সের লোকজনও করতে পারে, ডাক্তার হয়ে এই ডিগ্রি করা মেধার অপমান।
৯) MPH মানে কমিউনিটি মেডিসিন, মানুষের পায়খানা, ল্যাট্রিন ঘাটাঘাটি করা।
MPH কিঃ
এটি স্নাতোকোত্তর একটি ডিগ্রী যা প্রতিটি মানুষের স্বাস্থ্যগত সমস্যাকে আলাদাভাবে চিন্তা না করে সামগ্রিকভাবে চিন্তা করে সমাধানের পথ খুজে বের করে সবার জন্য। এই ডিগ্রীর মেয়াদ প্রতিষ্ঠান এবং কারিকুলাম ভেদে ১, দেড় বা ২ বছর পর্যন্ত হতে পারে।
MPH কেন, কাদের জন্যঃ
এই ডিগ্রীটা শুধু ডাক্তার নয়, নার্স, উকিল, ফিজিওথেরাপিস্ট, সোশাল সায়েন্স প্রফেশনাল ইত্যাদি বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের লোকজন করতে পারে।
ডিগ্রিটা কাদের জন্য এটা নিয়ে একটা সরল ব্যখ্যা আছে। এমবিবিএস চলাকালীন সময়ে অথবা পাশ করার সাথে সাথে প্রথমে চিন্তা করে নিতে হবে আপনি ক্লিনিক্যাল লাইনে ক্যারিয়ার করবেন (অর্থাৎ “ডাক্তারি” ছোট ডাক্তার থেকে বড় প্রফেসর পর্যন্ত) কিনা নাকি নন ক্লিনিক্যাল (যেকোন বেসিক সাবজেক্ট) লাইনে ক্যারিয়ার করবেন। যদি উত্তর ক্লিনিক্যাল হয় সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন, আপনি কি শুধু সাধারন ফিজিশিয়ান হবেন নাকি মাঝে মাঝে টুকটাক “গবেষনা” ধর্মী কাজ করবেন এই যেমন ধরুন এন্টিবায়োটিক রেজিস্টেন্ট এর এই যুগে কোন এন্টিবায়োটিক কম্বিনেশন আপনার এলাকায় পেশেন্টদের নিউমোনিয়ার জন্য ভালো কাজ করে ইত্যাদি। এখানে উল্লেখ্য এফসিপিএস, এমডি, এমএস যেকোন ক্লিনিক্যাল পরীক্ষার শেষ পর্যায়ে আপনাকে রিসার্চ পেপার লিখতে হবে, সেটা দায়সারা এবং জীবনে একবারের মত করবেন নাকি ভালোভাবে এবং বার বার নিজ ইচ্ছায় করবেন? উত্তর যদি হয়, আপনি একজন ক্লিনিক্যাল রিসার্চার হতে চান তাহলে আপনি এই ডিগ্রিটা করে রাখতে পারেন অন্য যে কারো চেয়ে ভালোভাবে ইন্ডিভিজুয়াল এবং কমিউনিটি দুই লেভেলেই ট্রিটমেন্ট ও প্রিভেনশন নিয়ে কাজ করার জন্য।
এবার ধরে নিচ্ছি আপনি নন ক্লিনিক্যাল সাবজেক্টে ক্যারিয়ার করতে চান। সেক্ষেত্রে কোন সাবজেক্টে ক্যারিয়ার করতে চান সেটা ঠিক করুন এবং সে পথে দেশে বা বিদেশে পোস্ট গ্রাজুয়েশন এর স্টেপগুলো জেনে নিন। ধরুন আপনি পাবলিক হেলথে ক্যারিয়ার করতে চান না, অন্য কোন সাবজেক্টে রিসার্চ বেজড কাজ করতে চান, তাহলে এমপিএইচ করার গুরুত্ব আছে কিনা। হ্যা আছে, আপনি যদি দেশে বাইরে যেতে চান সেক্ষেত্রে সবার প্রথমেই রিসার্চ পেপার এবং রিসার্চ রিলেটেড কাজে এক্সপেরিয়েন্স দেখা হয়। আর পাবলিক হেলথ যেহেতু বারোয়ারী স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে তাই এই বিষয়ে মাস্টার্স ডিগ্রী এবং রিসার্চ পেপার আপনার কাংখিত বিষয়ে পিএইচডি অর্জনে সাহায্য করতে পারে।
শেষ গ্রুপটি হচ্ছে, কনফিউজড গ্রুপ, আপনি হয়ত এখনো ঠিক করতে পারছেন না আপনি পাব্লিক হেলথ এ ক্যারিয়ার করবেন নাকি করবেন না। এ বিষয়ে একটু হিন্টস দিচ্ছি, আপনার কি গবেষবা ধর্মী কাজ করতে ভালো লাগে (গবেষনা বলতে শুধু ল্যাবে বসে কেমিকেল ঘাটা গবেষনা নয়, মানুষকে প্রশ্ন জিজ্ঞেস করেও হতে পারে), আপনার কি সমাজসেবাধর্মী মানসিকতা আছে, অর্থাৎ চিকিৎসা শুধু টাকা অর্জনের জন্য নয়, সবাই মিলে সুস্থ থাকাতে আপনার প্রশান্তি হয়, আপনার কি রোগের উতপত্তি, বিস্তার, সময়ের সাথে বিবর্তন সম্পর্কে জানার ও কাজ করার আগ্রহ আছে? আপনার কি প্রায়ই দেশের হেলথ সিস্টেম এর বিভিন্ন ত্রুটি চোখে পড়ে এবং পরিবর্তন করতে ইচ্ছা করে? আপনার কি হেলথ সিস্টেমে প্রয়োগ করার জন্য নিত্য নতুন আইডিয়া মাথায় আসে? এই প্রশ্নগুলোর কোনটির উত্তর যদি হ্যা হয় তাহলে আপনি পাবলিক হেলথে ক্যারিয়ার এর চিন্তা করতে পারেন।
এইসবগুলো গ্রুপের জন্যেই MPH ডিগ্রীটা প্রয়োজনীয়।
MPH কখন, কোথায়ঃ
প্রথম প্রশ্ন আপনি কি সরকারি চাকরি করতে চান নাকি বেসরকারি। যদি সরকারি চাকরি করতে চান সেক্ষেত্রে পাবলিক হেলথ সেক্টরে কাজ করার জন্য কিংবা কমিউনিটি মেডিসিনে প্রফেসর হবার জন্য বিএমডিসি স্বীকৃত একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে NIPSOM, সরকারি এই প্রতিষ্ঠানে ইন্টার্নী শেষ হবার ১ বছর পর এমডি/এমএস পরীক্ষার মত এডমিশন পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। নিপসমে কোর্সের মেয়াদ ২ বছর, পূর্ণকালীন, অর্থাত সকাল থেকে বিকাল পর্যন্ত সপ্তাহে নূন্যতম ৫ দিন। এছাড়াও BSMMU, BDHS এই দুটি প্রতিষ্ঠানেও MPH করা যায়, কারিকুলাম নিপসমের মতই, ভর্তি পদ্ধতিও একই। খরচ নিপসমের চেয়ে একোটু বেশি।
এর বাইরে অন্য কোন বেসরকারি প্রতিষ্ঠানের এমপিএইচ বিএমডিসি স্বীকৃত না। এই মানদন্ডে সব বেসকারি প্রতিষ্ঠানের এমপিএইচ ডিগ্রী একই কাতারে ফেলা যায়, তবে ব্র্যাক-জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর MPH বাকি সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য এর মানের কারনে। তবে এখানে খরচ অনেক বেশি, ভাগ্য ভালো থাকলে স্কলারশিপ পাওয়া যেতে পারে, সপ্তাহে ৫ দিন সকাল বিকাল ক্লাস। এছাড়া AIUB, NSU, IUB, State University বেশ ভালো মানের
ব্রাক বাদে বাকি সব প্রতিষ্ঠানে কারিকুলাম প্রায় একই, সপ্তাহে ১ দিন বা দু-দিন ক্লাস নিয়ে দেড় বছর বা ১ বছরে কোর্স শেষ করা যায়। যারা চাকরির পাশাপাশি এই ডিগ্রী করতে চান তাদের জন্য এই ব্যবস্থাটাই ভালো। খরচ দেড় লাখ থেকে ২ লাখ টাকার মত। যদি ডিগ্রীটা করে ফেলার ইচ্ছা থাকে তাহলে ইন্টার্নীর পরপরেই করে ফেলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ (যদি সময় পাওয়া যায় এবং শরীরে কুলায়), পরবর্তীতে যেকোন সময়েই করা যেতে পারে তবে মাথা চালু থাকতে থাকতে করে ফেলাই মনে হয় ভালো!
চাকরি ক্ষেত্রঃ
-সরকারিভাবে এডমিনিস্ট্রেটিভ, পাবলিক হেলথ, কমিউনিটি মেডিসিন ইত্যাদি সেক্টরে কাজ করা যায়
– বেসরকারিভাবে icddrb, BRAC, USAID, UNICEF, UN, UChigao, OGSB, Damien foundation, CIPRB, ORBIS, Water Aid, ORBIS, Save the Children ইত্যাদি বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন থেকে শুরু করে দেশি বিদেশি অজস্র NGO, রিসার্চ সেন্টারে কাজ করার অনেক সুযোগ আছে।
– দেশের বাইরে কিংবা দেশে একাডেমিক লাইনে যেমন কমিউনিটি মেডিসিনের শিক্ষক বা একাডেমিক রিসার্চার বা রিসার্চ এসিস্টেন্ট হিসেবে কাজ করা যায়।
– হসপিটাল এডমিনিস্ট্রেটর, ডিরেক্টর, ম্যানেজার, ইত্যাদি এডমিনিস্ট্রেটিভ চাকরি
– দাতা সস্থার অর্থে পরিচালিত বিভিন্ন সরকারি বেসকারি প্রজেক্টে কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ
– রিসার্চ সায়েন্টিস্ট
– এপিডেমিওলজিস্ট, হেলথ রিসোর্স প্ল্যানিং, হেলথ ইকনমিস্ট ইত্যাদি
FAQ (Frequently Asked Question)
* নিপসম ছাড়া তো অন্য কোন এমপিএইচ বাংলাদেশে রিকগ্নাইজড না তাহলে এটা করে কি দেশে চাকরি পাওয়া যাবে?
– হ্যা যাবে, সরকারি চাকরিতে এটা কাজে লাগবে না তবে এই ডিগ্রি করার পর কেউ যদি PhD অর্জন করে সেটার রিকগ্নিশন পাওয়া যাবে। আর বেসকারি যেকোন প্রতিষ্ঠানেই এই ডিগ্রীকে রিকগনিশন দেবে বিনা বাক্যব্যায়ে।
* বাংলাদেশের MPH কি বিদেশে স্বীকৃত?
– নিপসম, ব্র্যাক তো বটেই বাংলাদেশের যেকোন প্রতিষ্ঠান থেকেই আপনি এমপিএইচ ডিগ্রী করে PhD এর জন্য এপ্লাই করতে পারেন যেকোন দেশে। আপনার যোগ্যতা,অভিজ্ঞতা, পাবলিকেশন, জার্নাল, ক্ষেত্রে বিশেষে IELTS, GRE, ইত্যাদি বিবেচনা করে আপনাকে স্কলারশিপসহ বা ছাড়া এডমিশন নিয়ে নেবে পৃথিবীর প্রায় সব দেশেই।
* বাংলাদেশ থেকে এমপিএইচ করে কি প্রাইভেট মেডিকেলে প্রফেসর হওয়া যায়?
– হ্যা যায়। প্রমোশনের অন্যান্য ধাপগুলো পার করে এসে আপনার যোগ্যতা অনুসারে প্রফেসর হতে পারবেন।
* ক্লিনিক্যাল এর চেয়ে কি এই লাইনে ক্যারিয়ার করা সহজ?
– উত্তর হ্যা এবং না! কোন কিছুই সহজ নয় যদি আপনার সেটা ভালো না লাগে। ভালো লাগলে কোয়ান্ট ফিজিক্সও সহজ, ক্লিনিক্যাল ক্যারিয়ার ও সহজ, বেসিক সাবজেক্টের ক্যারিয়ার ও সহজ। আর ভালো না লাগলে সবই কঠিন। তাই যারা “সহজ” মনে করে এই লাইনে আসতে চান তাদের এখনই বলব থামুন! আপনার জন্য MPH নয়। আপনি এখানে তলানীতে পড়ে থেকে আরো হতাশ হবে যদি ভালো না লাগে। একই ভাবে যারা “শর্টকাট” মনে করে এই লাইনে আসতে চান তাদেরও বলছি, ক্যারিয়ারে কোন শর্টকাট নেই। অভিজ্ঞতা, পরিশ্রম,পড়াশূনা, কাজ, দক্ষতা, প্রেজেন্টেশন ইত্যাদি সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ন, এর জন্য সময় দিতেই হবে আপনাকে।
* এই লাইনে কি ক্লিনিক্যালের চেয়ে দ্রুত এবং বেশি অর্থ উপার্জন করা যায়?!
– উত্তর আগের মতই, যদি আপনার যোগ্যতা থাকে আপনি ক্লিনিক্যাল সেক্টরেও অনেক অনেক বেশি উপরে উঠতে পারবেন।
* কোথায় MPH করব?
– এর উত্তর আগেই দিয়েছি। ভবিষ্যত পরিকল্পনা, সময়, চাকরির ধরন, আর্থিক অবস্থা এই সব কিছু বিবেচনা করে ইউনিভার্সিটি নির্বাচন করুন। আমি আমার সুবিধার্থে কোর্স শুরু করেছি AIUB তে। AIUB সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যারা চিন্তা করছেন তারা ভর্তি হয়ে যেতে পারেন নিজের পছন্দমত যায়গায়।
* MPH এর পড়া কি কমিউনিটি মেডিসিন এর মত?
– পাবলিক হেলথ এর একটি অংশ হল কমিউনিটি মেডিসিন, এর বাইরেও এখানে অংক আছে, পরিসংখ্যান আছে, এপিডেমিওলজি আছে, রিপ্রোডাক্টিভ হেলথ আছে, রিসার্চ মেথডলজি আছে, পড়াটা পুরোপুরি ভিন্ন মাত্রার এবং অবশ্যই মুখস্থ নির্ভর না, এখানে পাবলিক হেলথ এর সংখ্যা গড়্গড় করে মুখস্ত বলার কোন বাধ্যবাধকতা নেই!
এই পোস্টের শুরুতেই কিছু মিথ এর কতা বলেছিলাম। এমপিএইচ সম্পর্কে এই কথাগুলো আমাদের দেশে বেশ প্রচলিত। বলাই বাহুল্য এগুলো কোনটাই সত্য নয়। আপনার ক্যারিয়ার আপনার কাছে। আপনার যেটাতে ভালো লাগবে সেটাই আপনার জন্য সর্বশ্রেষ্ঠ, এখানেই নিজেকে সবচেয়ে উপরের স্তরে নেবার চেস্টা করুন, দিন শেষে জয়ী আপনিই হবেন।
Much helpful.Thank you Dr.Opu Vaia.
অনেক ধন্যবাদ 🙂
My wife is at the end to complete her MBBS from a private medical college. She does not want to continue her profession in the clinical side because of
• Day to day duty time schedule,
• Much more durable study like FCPS, MH, MD to improve future career as a doctor.
In this circumstance, to its alternative she is highly interested to start her MPH course with NSU from January keeping some visions
• So that she may maintain official time (9 am-5pm/10am-6pm) as other professionals do,
• Want to give time to her family and child after office hour,
• To make a permanent job where she may get the opportunity to do official activities or with less field visit.
Please put your valuable thinking, experience, and motivated comments in this regard as I am highly tensed about this. Thank you.
i am same here as like u…. pls knock me fb by search [email protected] . think our question will solved
BMDC recognised MPH না করে PhD করলে
Community medicine এ teacher হিসেবে promotion পাওয়া যাবে বাংলাদেশে?
ভাইয়া,অনেক সুন্দর করে লিখেছেন,বিশেষ করে শেষ দুটো লাইন অনেক বেশি অনুপ্রেরনামূলক…ভালো লাগলো… 🙂
ধন্যবাদ 🙂
Vaia,tahole NIPSOM,AIUB,NSU sb jaigar MPH r quality ki eki rokom? Bangladesh a job paoa othoba desh r baire Phd r khetre sbai ki ek e preference pabe?
NSU ,AIUB te cost kmn hbe?
নিপসম এর কারিকুলাম একটু ভিন্ন, কোর্সের মেয়াদ বেশি, ক্লাস হয় সপ্তাহে ৫ দিন, সকাল সন্ধ্যা তাই এটার সাথে অন্যগুলোর তুলনা করা যাবে না। বাকিগুলো মোটামুটি একই। দেশের বাইরে সবখানেই কোথা থেকে পাশ করেছেন এটার আগে দেখে কি কাজ করেছেন, আপনার থিসিস এর টপিক কি, অন্য কি এক্সপেরিয়েন্স আছে, ইত্যাদি। AIUB তে ১ লাখ ৭০-৮০হাজার এর মত। NSU তে মনে হয় আরেকটু বেশি।
Brac e koto taka lage??
thnks,kintu apni ektu bad deachen,bsmmu er under a dmc,rmc teo mph ache.jara mph soja mone kore taderk just ak week public health er definition,primary health care r definition porano dordak..thela bujhbe.r jkhaney poruk na kn,thessis korte ay latrin alader kachey aste hoi…ami rmc te july te suru korci …kmn sohoj ami jani.tobe amr valo lage.thnks
Armed Forces Medical Institute(AFMI) e 3 ta category te MPH kora jay. civilian candidate allowed kina Ami sure na… khoj niye dekhte paren…. dhk cantt er opposite e AFMI…..
অনেক সুন্দর করে লিখেছেন। NIPSOM এ কিভাবে, কবে, কেমন প্রক্রিয়াদি, কত খরচ হতে পারে যদি একটু বিশদভাবে বলতেন তাহলে ভালো লাগতো 🙂
NICE
এখানে বিস্তারিত পাবেনঃ http://www.nipsom.org/
ami 33rd BCS … ami ki 1 yr complete hole MPH dte parbo naki 2 yr por ? MPH korle ami ki next onyo kono subject a MD korte parbo (ac to new deputation rule) ?
নন-ক্লিনিক্যাল সাবজেক্টের জন্য ১ বছর পরেই দেয়া যায়।
Does this path of career require a lot of field work.? I have some physical disability and cannot travel frequently.I
Yes, it usually requires field works for field related research. but if you want, you can do lab related research, research from secondary data like hospital, other research center, or you can form a data collection team and you can lead them. Everything is possible if you want!
Math e masters korecii MPH e porasuna mortar parbo ke
জ্বি, সুযোগ আছে, আপনি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন। কারিকুলাম এর একটা বড় অংশ বায়োস্ট্যাটিসটিকস, ম্যাথ ব্যাকগ্রাউন্ডের জন্য এটা সুবিধা।
Thanks
এমপিএইচ এডমিশন টেস্টের জন্য কি পড়তে হবে?
Bhaia, NIPSOM er admission test pass korar guideline din please!
I have heard about Bangladesh University Of health and science, okhan theke MPH korle kemon preference dibe?
Hospital management ki math related? Kontae math lagena?!
Thank you 🙂
গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
অনলাইন অথবা Distance Learning এর মাধ্যমে MPH এর কোন লিংক দিতে পারেন?
private versity e.g nsu,aiub theke mph kore ki Private medical a community medicine a Asstt Prof howa jay??
Vaia,USA/Canada te Funding/Schokarship shoho MPH korar jonne ki ki koronio ? Ami matro final proff dilam ei yr e.2016 er fall semistr dhra ki possbl hbe amr jonne?
Bortoman e DMC,SSMC,MMC teo MPH korano hocche…value ki NIPSOM er motoi??plz ans.
Thailand theke MPH koraio ghore bose asi
it depends..
nipsom e mph kore valoi bash khacchi :/
Public health এ কেউ যদি ক্যারিয়ার গড়তে চান তো আগে জব খুজেন পরে ডিগ্রী নেন। এটা ক্লিনিকাল এর মতই প্র্যাক্টিকাল ওরিয়েন্টেড। ক্লিনিকাল বিষয়ে ডিগ্রী নেয়ার সময় এক্সটেন্সিভ প্র্যাক্টিকাল করানো হয়। MPH এ বেশির ভাগ সময় তার সুযোগ থাকে না। ICDDR’B তে ডিগ্রী ছাড়া জুনিয়র পোস্ট এ কাজ করা একজন এর জ্ঞান ডবল MPH এর চেয়ে বেশি। সেরকম একজন ক্যান্ডিডেট লিস্ট এ থাকলে আপ্নার চান্স নাই বলতেই পারেন। আর আগে MPH করে পরে যদি জব খুঁজবেন এমনটাই প্লান হয়, make sure you have done a nice field work, and have an excellent thesis paper. আপনার সুপারভাইজার ই আপনার জন্যে জব ঠিক করে দিবে। if you don’t have a demonstrable skill, you are in jeopardy in the field of public health. This is not a desk job solely.
Excellent likhcen dr.marufur rahman bhai..
Excellent likhcen dr.marufur rahman bhai..
Vaiya ekhan theke MPH korle australiay ki kono job or Ph D kora easy hobe?brac na kore jodi state theke kora jay wil it b helpful?plz janaben.thnx
Very useful article with practical professional context and it’s applicable area.
Specially thanks to author for this exclusive article on MPH.
Taifa Hazera
Will be happy if you kindly change BDHS as BUHS (Bangladesh University of Health Sciences) which is a sister concern of BIRDEM and I thing you need review your post that only in BUHS we have 2 years MPH course. Thank you.
Vaia,how is this course in BDHS? Is it reputable?
Tonmoy Haroon
Farhana Afroz Shishir
Thanks for the informative write up about MPH in Bangladesh. The School of Public Health, Independent University, Bangladesh-IUB offers an international standard MPH program since 2005 taught by highly competent faculties. Those who are interested to our MPH program, please contact us! We take admission in January, May and September each year. 50% tuition scholarship available for all admitted students in January 2017. Additional scholarship available for outstanding candidates.
Website: http://sph.iub.edu.bd/
Phone: 01732040680; 8431645-Ext-2511 OR 01755639791.
I am MBBS, MPH(epi) MPhil (Nutr.) FCGP(Fam. Med), MS( Res P-A, G Surgery, BSMMU). I have tried to combine Clinical line with research over the past 3.5 yrs. Research is indeed essential to become a Full Spectrum clinician like they all are abroad. And I find The best course Offered in MPH at NSU.
NSU is the Leading University offering Quality courses in Bangladesh. As an MPH(Epidemiology) graduate from NSU I recommend it. Indeed the doctor’s choice as NSU offers state -of-the art Quality and Highly qualified faculties for supervision. It is headed by Prof. GU Ahsan, the leading Public health expert in south Asia. NSU has Affiliation with maryland university and John hopkins, USA.
Ps. before You enroll elsewhere pls visit the campus and School of Public Health. remember, Campus facilities and Quality should be the priority.
http://www.northsouth.edu/academic/programs/122/mph.html
Obviously BRAC , NIPSOM toplevel in recognition.
But No Doubt NSU offers The best Course in MPH for those who want to continue Clinical line and add a Powerful research degree like MPH into their CV and experience.
Indeed Clicial + research Combination will pave the way for future Research Physician or Physician Scientists.
Bangladesh Open University r MPH এর মান কেমন>?
f
My wife is at the end to complete her MBBS from a private medical college. She does not want to continue her profession in the clinical side because of
• Day to day duty time schedule,
• Much more durable study like FCPS, MH, MD to improve future career as a doctor.
In this circumstance, to its alternative she is highly interested to start her MPH course with NSU from January keeping some visions
• So that she may maintain official time (9 am-5pm/10am-6pm) as other professionals do,
• Want to give time to her family and child after office hour,
• To make a permanent job where she may get the opportunity to do official activities or with less field visit.
Please put your valuable thinking, experience, and motivated comments in this regard as I am highly tensed about this. Thank you.
Thanks for your information. Physiotherapist are doctor. Please say with honour. I think you have no clear concept about Physiotherapy profession.
Statistical Research Consultants Bangladesh (SRCBD)
[The First Professional Statistical Consultancy Firm in Bangladesh]
->Statistical Consultancy in Medical and Public Health Research
->Proposal Development in Medical and Public Health Research
->Data Collection, Data Entry, Data Management, Statistical Analysis and Report Preparation
->Developing Thesis/Dissertation/Research Articles /Reports
->Sampling, Survey Designing & Questionnaire Development
->Conducting Statistical Survey
->Training programs on SPSS / STATA / R / EViews
For any Statistical Assistance, please subscribe our page:
https://www.facebook.com/srcbd.org/
vaiya BRAC a mph korte chai.admission test er jonno guideline kothay pabo plz help
Please let me know details on nipsom. I’ve found some information on http://www.learnitech.com/ but those are short info.
How much money will I have to spend for MPH in NIPSOM??? I wanna participate in 2017. Please let me know the date when the exam will be held.
ASAUB এর MPH ডিগ্রীর মান কেমন?
jahangirnagar university te public health & informatics department khulese ja 4 bosor meyadi honour’s degree dey. ami ai department ar 2014-15 ar student.Honour’s complete korar por ami job pabo na ki MPH degree nite hobe?
plz suggest koren vaiya.
Nipsom e exam deyar jnn 1 yr public health area te experience lgbe .. but public health area mane kothai training kora lgbe ??? Karo jana thakle plz janaben
Update the post & include Bangladesh University of Health Sciences (BUHS) of Bangladesh Diabetic Association as the public health degree giving institution.
Hello sir! I would like to know what the quality of MPH after BPH is and how Bangladesh offers job opportunities।
BSMMU er MPH er value kmn?? Can u plz tell me
Ami BBA and MBA korchi ami ki MPH korte parbo plz tell me sir???
Those who are non technical like me myself post graduate in English and working in Private Hospital Administration. Is this helpful for my Job Path????
Salam niben.ami 35 th bcs theke govt deputation niye DGO course e asi.ami course Sesh kore MPH korte chacchi.ami govt sector e
i MPH korte agrohi,jodi shujog thake. ekhetre govt sector e exam dite hole ki ki system applicable hobe,r kobe dite parbo?
BMDC recognised MPH না করে PhD করলে
Community medicine এ teacher হিসেবে promotion পাওয়া যাবে বাংলাদেশে?