প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ২৭ নভেম্বর, ২০২০
ইতিহাসে প্রথম বাংলাদেশী হিসেবে Royal College of Physicians and Surgeons (UK) MRCP Part-2 তে ৯০০ নম্বরের মাইলফলক অতিক্রম করেছেন বাংলাদেশী চিকিৎসক ডা.জেসি হক। MRCP পরীক্ষায় এবার পাশ নম্বর ছিল ৪৫৪। যেখানে, ডা. জেসি সাফল্যের সহিত ৯০৬ নম্বর অর্জন করেন। MRCP এর মত কঠিন পরীক্ষায় সারা পৃথিবীতে ৯০০ নম্বর অতিক্রম করা দুর্লভ।
উল্লেখ্য, ডা. জেসি ৩৯ তম বিসিএস(স্বাস্থ্য) ক্যাডার হিসেবে বর্তমানে শরীয়তপুরে কর্মরত রয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজের K-66 ব্যাচের প্রাক্তন ছাত্র। উল্লেখ্য, মেডিকেলে অধ্যয়নের পূর্বে তিনি প্রথমে বুয়েটে (৫৪তম) ভর্তি হন। এক বছর পর ২য় বার ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ পান এই মেধাবী চিকিৎসক।
যুক্তরাজ্যের MRCP এর মতো একটি আন্তর্জাতিক ও বিশ্বমানের পরীক্ষায় বাংলাদেশী চিকিৎসক হিসেবে তাঁর এই বিরল কৃতিত্বের জন্য প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে ডা. জেসিকে অভিনন্দন।