MS residency in Dentistry : জানার আছে অনেক কিছু

পোস্ট গ্রাজুয়েশনের জন্য বর্তমান বিশ্বে চলমান কোর্স গুলোর মধ্যে Residency কোর্স সবচেয়ে বেশী সমাদৃত ও জনপ্রিয়।

অন্যসব কোর্স / ট্রেনিং এর সাথে এর বেসিক যে পার্থক্য সেটা হলো, এখানে দেশ ভেদে ৫ থেকে ৮ বছর একটা হাসপাতালের অধীনে থেকে ট্রেনিং করতে হয় আর ট্রেনিং এর প্রশিক্ষকই আপনার পরীক্ষক যিনি আপনাকে প্রতি মুহুতে Evaluate করবেন।
আর তাই MS Residency একটি Planned Training System হিসেবে অনেক বেশি সুনাম অর্জন করেছে।

আমাদের দেশে Residency program ৫ বছরের, যেটা Phase -A, Phase – B এই দুই ভাগে বিভক্ত। বছরে একবার Admission Test এর মাধ্যমে এই কোসে ভতি হওয়া যায়। BDS পাশ করার ২ বছর পর এই পরীক্ষা দেয়া যায়।

প্রতিবারের মত এ বছর MS Residency Admission Test হবে নভেম্বর এর প্রথমার্ধে।
BSMMU এর অধীনে BUET এ পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে থাকে।

২০০ নম্বরের এই পরীক্ষায় প্রশ্ন থাকে ২০০ টি, সময় ৩ ঘন্টা।
তার মানে প্রতি প্রশ্নের জন্য ৫৪ সেকেন্ড, সাথে ভুল উত্তরের জন্য থাকছে Negative Marking যেটা প্রশ্নে উল্লেখ থাকবে।

তার মানে, কম সময়ে, সবোচ্চ সঠিক উত্তর দেয়াই কাম্য। আন্দাজে দিয়ে ভুল হলে, নেগেটিভ মাকিং এর জন্য নম্বর কমে যাবে।

MS এর একটা বড় limitation হলো Seat Limitation. বিষয় ভেদে ৫-৬ টা করে সিট থাকে। তাই প্রতিযোগিতা অনেক।

যে সব বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে :

Basic Subjects:

Anatomy
– General Anatomy ( mainly Head, Neck)
– Oral Anatomy, Histology, Embryology

Physiology
– General Physiology ( Reproductive বাদে সব System)
– Oral Physiology

Biochemistry
– mainly metabolism & nutrition related

Pathology
– general pathology

Microbiology
– Bacteriology, Immunology, Virology mainly

Oral Pathology & Periodontology

Final year :

Oral & Maxillofacial Surgery
– সবচেয়ে বেশী আসে

এছাড়া ও Conservative, Prosthodontics, Orthodontics থেকে ও ২-৫ টা করে প্রশ্ন করা হয়ে থাকে।
এ বছর Pediatric Dentistry তে যেহেতু প্রথম বারের মতো MS চালু হচ্ছে, তাই এই বিষয়ও প্রশ্ন আসার জন্য সম্ভাবনাময়।

Mixed Subjects :

অনেক সময় Pharmacology, Medicine, Surgery থেকে প্রশ্ন আসে, কিন্তু সংখ্যায় কম।

সো, বুঝাই যাচ্ছে, প্রস্তুতি হতে হবে ব্যাপক কিন্তু সুগঠিত। আর এজন্য Main Textbooks ভালো করে বুঝে পড়তে হবে, সেই সাথে বিগত বছরের প্রশ্ন গুলো Collect করে সমাধান করতে হবে।
এর জন্য ইমিডিয়েট সিনিয়রদের সাহায্য নিতে পারেন। আর প্রস্তুতি কেমন হয়েছে এর জন্য দরকার Model Test. এতে করে নিজের প্রস্তুতির দুবল দিক গুলো যেমন বের হয়ে আসবে, তেমনি Important Topic গুলো ও জানা হয়ে যাবে।

আর এই সব কিছুর সমাধান নিয়ে আপনার পাশে ই আছে…

Pure Basic
fcps / ms admission preparation prog

– Regular Class program
– Model Test program

আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে Model Test.

Contact :
01771775944 ( dr.sarwer biplob)
Fb i’d : https://www.facebook.com/sarwer.biplob?fref=ts

সবার জন্য শুভ কামনা রইলো।

– dr. sarwer biplob
bds, fcps -2, ms resident,
oral & maxillofacial surgery, bsmmu.

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

2 thoughts on “MS residency in Dentistry : জানার আছে অনেক কিছু

  1. শুধু জেনে লাভ কি?? এত ডেন্টিস্ট বের হচ্ছে কিন্তু পোস্ট গ্রাড এ সিট এত কম কেনো। আগে সিট বাড়ানোর উদ্যোগ নেয়া উচিত। আমি ডেন্টিস্ট নই। আমার ১৪ পুরুষেও কেউ ডেন্টিস্ট না। কিন্তু আমি একজন চিকিৎসক। অন্য এক দল চিকিৎসক এর প্রতি এই অবিচার এ কষ্ট লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

০৮টি মেডিকেল কলেজ এবং ৩৮টি হাসপাতালের ডেন্টাল ইউনিটের জন্য পদ সৃজন

Thu Aug 11 , 2016
দন্তচিকিৎসকদের দের জন্য সুখবর। তাদের জন্য  মোট ৬৫৬ টি  পদের সৃষ্টি করা হল। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এভাবেই আমাদের দেশের দন্ত চিকিৎসকদের পেশা এগিয়ে যাবে ।সে দিন আর বেশী দূরে নয় যেদিন দন্ত চিকিৎসা হবে বাংলাদেশের একটি অগ্রগামী পেশা ।উন্নত দেশ গুলোর মতো দন্তচিকিৎসা হবে দেশের একটা অন্যতম সন্মানিত […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo