প্ল্যাটফর্ম নিউজ, ১৯ মে, বুধবার, ২০২১
ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের নতুন পরিচালকের দায়িত্ব পেলেন মাইক্রোবায়োলজির বিশিষ্ট অধ্যাপক ডা. মো. এহছানুল হক কাজল। আজ ১৯ মে, ২০২১ বুধবার প্রতিষ্ঠানটিতে তাঁর প্রথম কার্যদিবস উপলক্ষ্যে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন তাঁকে।
ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অধ্যাপক ডা. মো এহছানুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে এমবিবিএস সম্পন্ন করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে মাইক্রোবায়োলজিতে উচ্চতর ডিগ্রী লাভ করেন তিনি।
কর্মজীবনে রাঙামাটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেছেন তিনি। গত ২ জুলাই ২০২০ চট্টগ্রাম মেডিকেল কলেজের কোভিড-১৯ শনাক্তকরণ কমিটির আহ্বায়ক ডা. মোহাম্মদ এহছানুল হক কাজল (মাইক্রোবায়োলজি) বিভাগের অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন।
উল্লেখ্য, ইতিপূর্বে ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের সাবেক পরিচালক মাইক্রোবায়োলজির বিশিষ্ট অধ্যাপক ডা. এ কে এম শামছুজ্জামান তোষার গত ২৪শে এপ্রিল ২০২১ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
ন্যাশনাল ইন্সটিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের নতুন পরিচালক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ায় অধ্যাপক ডা. মো. এহছানুল হক কাজলকে প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ হতে অভিনন্দন ও শুভকামনা।