লিখেছেন ঃ মঞ্জুর-ই-মুরশেদ
এম ফিল(MPhil) /এম পি এইচ (MPH) ইন নিপসম (NIPSOM)
National Institute of Preventive & Social Medicine সংক্ষেপে NIPSOM (নিপসম) জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান।
স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে প্রশিক্ষণ, গবেষণা এবং স্নাতকোত্তর শিক্ষা প্রদান এই প্রতিষ্ঠানের মূখ্য উদ্দেশ্য।
Post graduate education প্রদানের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিতে
Master of Philosophy (M.Phil) in Preventive & Social Medicine এবং
Master of Public Health এ পড়ার সুযোগ আছে।
MPhil এর সময়কালঃ ২ বছর
এম ফিল প্রোগ্রামে আসন সংখ্যাঃ ০৬ (সরকারীঃ০৩,বেসরকারীঃ০৩)
MPH এর সময়কালঃ ১৮ মাস
Health Service Management & Policy
Hospital Management
Community Medicine
Epidemiology
Reproductive & Child Health
Health Promotion & Health Education
Reproductive & Child Health
Occupational & Environmental Health
এই আট বিষয়ে এম পি এইচ করা যায়।
কেন নিপসম?
পাবলিক হেলথে ক্যারিয়ার গড়তে চাইলে নিপসমের বিকল্প ভাবা কঠিন।
দেশের অন্যতম জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান যারা দেশের জনস্বাস্থ্য সমস্যা এবং সমাধানের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
সুতরাং প্রতিষ্ঠানটির সম্মানিত ফ্যাকাল্টিদের দেশের জনস্বাস্থ্য নিয়ে অতুলনীয় অভিজ্ঞতা আছে সেটা বলার অপেক্ষা রাখে না।সেই অভিজ্ঞ শিক্ষকবৃন্দ আপনাকে যখন পড়াবেন তখন কোন সন্দেহ নাই আপনি সেরাটাই জানবেন।
দ্বিতীয়’ত দেশের জনস্বাস্থ্য নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে (scrutiny study) পড়তে চাইলে আপনার জন্য প্রতিষ্ঠানটি সেরা।
এক কথায় গবেষণা কি? পাবলিক হেলথ কি? আপনি ডাক্তার হয়ে কেন পাবলিক হেলথ নিয়ে জানবেন?
এসব জানতে চাইলে বেস্ট অপশন নিপসম।তাহলে আর দেরী কেন প্রস্তুতি নিন এবং পড়তে চলে আসেন।
তবে যেহেতু ক্লাস সিডিউল সপ্তাহে পাঁচ দিন এবং ইকোনমি আমাদের প্রেক্ষাপটে বড় একটা ইস্যু।
সেক্ষেত্রে আমাদের মধ্যে যারা পাবলিক হেলথ এ ক্যারিয়ার করতে চাই
কিন্তু নানা প্রতিকূলতার জন্য ইচ্ছার প্রতিফলন করতে পারছি না। তারা হতাশ না হয়ে ধীরে ধীরে সঞ্চয় গড়ে তোলেন ।দরকার হয় কিছু সময় নিয়ে তারপরে আসেন যাতে করে অন্তত ১৮-২৪ মাস পুরো পড়ার মধ্যে থাকতে পারেন।
Dibbo Roy Partho
Dksi ra vai…BT mph er nki abroad a opportunity kom…??
Pr Pr Pr
Ami kisui jani na :p ?
Kothai paoya jba…pr
Ashiq Sourova
ধন্যবাদ।
Dear dibbo: আপনার জানা তথ্য পুরোপুরি সঠিক না!
Dear Deluar Hossain: স্বাগতম আপনাকে!
Mph admission xm Kobe hobe…nd admission fee kotho janaben ki..????mph’r j 6 ti subject acee tar sobgulor jonno ki admission test ektai or subjects choose kortee hoi?????
Xm usually march a hoi. Admission fee 12,000 taka, and semester fee 13000 taka, 3 semester.8 ta subject er jonno admission test 1 ta e, and subject choice kore 1 ta e dite parben, r institute chaile nipsom er sathe bsmmu thakle dite parben oi subject er jonno.
pls inform me about the admission test.
এখানে নিপসমের বাংলা অর্থ দেয়া আছে “জাতীয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান”, কিন্তু সঠিক অর্থ হচ্ছে ” জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান”।
আমি এ্যাডমিন মহোদয় কে অনুরোধ করছি,সত্যতা যাচাই করে সংশোধন করুন।
NIPSOM এর এক জায়গায় admission requirement এ বলা আছে যে,”Applications with Alternative Medicne degree: BHMS in Homeopathy, BAMS in Ayurved, and BUMS in Unani recognized by the appropriate government authority +1 year internship +1 year working experience in public health area.”
My Question is if any student finished their B.sc in Nutrition science then if he/she want to apply here for MPH in following subject-”
does she/he is permitted ?
NIPSOM e admission test e ki ki subject theke question hoi or question pattern/mark distribution kemon hoi
I want to know job opportunities in reproductive and child health.
Dear sir, I want to know about Admission in Entomology & job opportunity as a Entomologis.
My result
SSC: 3.44 Out of 5
HSC: 3.80 Out of 5
Hon’s(B.Sc) Zoology :3.29 Out of 4
M.Sc Entomology: 3.44 Out og 4
Regarding those result can I get Admission?
2022 te exam kobe hobe?BDS der jonno ki questions different hoi?