মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের উদ্যোগে নিটোর, বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি ও ভারতের বি,এম, ভি,এস,এস- এর সহায়তায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (নিটোর) চলছে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন ক্যাম্প।
উক্ত ক্যাম্পে সর্বমোট ৫০০ কৃত্রিম পা সংযোজন করার উদ্যোগ নেয়া হয়েছে। বিশেষ করে দরিদ্র ও অসচ্ছলদের এই সুবিধা দেয়া হবে।
এই ক্যাম্পের আয়োজন ও পরিচালনার জন্য নিটোরের পরিচালক অধ্যাপক আঃ গনি মোল্লাহ ও ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি নেতৃত্ব দিচ্ছেন।
তথ্য সূত্রে,
ডা. শহিদ ইসলাম
প্রফেসর, নিটোর
স্টাফ রিপোর্টার/সায়েদা নাফিসা ইসলাম