১৯ নভেম্বর ২০১৯
জীবন রক্ষাকারী ওষুধ নিয়েও এখন চলছে অসাধু ব্যবসা। বিভিন্ন নামিদামি কোম্পানির বহুল প্রচলিত ওষধ(seclo20, calbo D, zimax 500 ইত্যাদি) নকল করে বিক্রি করছে কিছু ওষুধ ব্যবসায়ীরা।
সচরাচর এই বিষয়টি সাধারণ মানুষ জানেন না আর ঔষধগুলির পার্থক্যও অত্যান্ত সূক্ষ্ম। কিছু ক্ষেত্রে আসল আর নকল ঔষধ এক সাথে পরীক্ষা না করলে নকলটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। কখনো ছোট একটা বানান ভুল থাকে, কখনো বা মোড়কের ডিজাইনে সামান্য পার্থক্য!
মানুষের এই অজ্ঞানতাকে কাজে লাগিয়ে এক দল অসাধু ব্যাবসায়ী কিছু মুনাফার আশায় নকল ঔষধ নামক বিষ খাইয়ে যাচ্ছে। ব্যাবসার নামে প্রতারণা করে মানুষের জীবনকে নিয়ে যাচ্ছে হুমকির মুখে। ফলস্বরূপ ওষুধ সেবন করে আর ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। গত ১৭ নভেম্বর ২০১৯ এসএ টিভির “খোঁজ” প্রতিবেদনেও উঠে এসেছে এ অনিয়মের চিত্র। অথচ প্রশাসন এখনও নিরব, জনস্বাস্থ্য কতটা ক্ষতিগ্ৰস্ত হলে তাদের টনক নড়বে!
স্টাফ রিপোর্টার/তামান্না ইসলাম