প্ল্যাটফর্ম নিউজ, ২৮ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার
‘প্যালিয়েটিভ কেয়ার’ শব্দগুচ্ছটি সাধারন মানুষ এবং ডাক্তার সবার জন্যই নতুন। ব্যাপারটা যদিও কিছুটা অদ্ভুত আমরা এত এত রোগের চিকিৎসা পড়ি কিন্তু মৃত্যু পথ যাত্রী মানুষদের কষ্ট কীভাবে কমাতে পারি তা পড়ানো হয় না। আমরা জানি না কীভাবে সেই মানুষের মনটাকে বাচিঁয়ে রাখা যায়, যখন চিকিৎসাবিজ্ঞান জবাব দিয়ে দেয়। যখন মৃত্যু অনিবার্য এবং হয়তো খুব বেশি দিন বাকি নেই তখন এই নিরাময় অযোগ্য মানুষগুলো যাতে দেহ ত্যাগের আগে মারা না যায়, সেই ভোগান্তি কমানোর যত্নের ভাষা কি আমরা জানি? পৃথিবীতে একমাত্র ধ্রুব সত্য হলো জন্ম এবং মৃত্যু। জন্মের জন্য যদি যত্ন প্রয়োজন হয় মৃত্যুর জন্য কেন যত্নের প্রয়োজন হবে? মৃত্যু পথযাত্রী এবং তার পরিবারের ভোগান্তি কমানোর কথাই বলে ‘প্যালিয়েটিভ কেয়ার’। কাজেই ‘প্যালিয়েটিভ কেয়ার’ জানা মানে নিজের প্রয়োজনে জানা। নিজের পরিবারের প্রয়োজনে জানা।
প্যালিয়েটিভ কেয়ার বিষয়টা যেহেতু তুলনামূলক নতুন তাই Palliative Care Society Of Bangladesh এবং Phoenix Wellness Center, Bangladesh এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সমর্থিত “18 hours Volunteers training course”
আগামী ২১-২২ জানুয়ারী ২০২২ তারিখে ট্রেইনিং প্রোগ্রামটি পরিচালনা করবেন অধ্যাপক (ডা.) সানজিদা শাহরিয়া, কাউন্সিলর, সাইকোথেরাপি প্রক্টিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ এবং অধ্যাপক (ডা.) নিজামুদ্দিন আহমাদ,
ফাউন্ডার চেয়ারম্যান পালিয়েটিভ মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
কোর্স বিবরণী নিম্নে উল্লেখ করা হলোঃ
তারিখঃ ২১-২২ জানুয়ারী ২০২২
সময়ঃ সকাল ৯.০০ টা – বিকাল ৫.০০ টা
স্থানঃ এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, লালমাটিয়া।
কোর্স ফি: ১০০০ টাকা।
গ্রুপ সাইজ: ৩৫
রেজিস্ট্রেশনের সময়: ১৭.০১.২০২২
বিকাশ: 01675380646
[বি.দ্রঃ উক্ত নম্বরে ১৭ই জানুয়ারি ২০২২ এর মধ্যে বিকাশ করে অগ্রিম রেজিস্ট্রেশন আবশ্যক। ওয়ার্কশপে অন্তর্ভুক্তির জন্য salsabilkabir2004@gmail বিকাশ পেমেন্ট স্লিপ সংযুক্ত করে ইমেইল করুন]
রেজিস্ট্রেশন লিংকঃ https://docs.google.com/forms/d/1TgKwGZnesE0QR7rhsen5VFAz_WILL9lRJif0_b_9CAU/edit
এই কোর্সটি কাদের জন্য?
– বয়স ২৩ বছর বা তদ্দূর্ধ।
– শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদ্দূর্ধ।
– এছাড়াও মৃত্যু পথযাত্রীদের সেবা করতে ইচ্ছুক এমন যে কেউ এই কোর্সটি করতে পারবেন।