বাংলাদেশে পাবলিক হেলথ এর অন্যতম পথিকৃৎ প্রফেসর ডাঃ আব্দুল ওয়াদুদ খান আজ ৫ অক্টোবর ২০১৯ শনিবার বিকাল ৩ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন)।
তিনি ছিলেন একাধারে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর সাবেক পরিচালক এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ। পাবলিক হেলথ বিষয়ে তাঁর গবেষণামূলক কাজ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।
Next Post
শিক্ষক দিবস:মেডিকেল জীবনের শিক্ষকেরা
Sun Oct 6 , 2019
১। ডাক্তারিবিদ্যা তখনও আমার কাছে বিরাট গোলকধাঁধা। গোলকধাঁধার চক্করে ঘুরতে ঘুরতে আমার সামনে উপস্থিত হয়ে গেলো ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্ম পরীক্ষা মহাশয়। ১১ই জুন, ২০১১। অ্যানাটমি ভাইভা বোর্ড। খুব রাগী ম্যাডাম, হৃদপিণ্ড ধরতে বলেছেন, অ্যানাটমিক্যাল পয়েন্টসও ঠিকঠাক বলতে পারছি না। বিরক্ত হয়ে রেডিয়াস ধরালেন, তাও ধরলাম উল্টো। কোনোকিছুর জবাব ভালোভাবে […]
