২১ অক্টোবর ২০১৯:
মেডিকেল কলেজ হাসপাতালগুলোর অন্যতম বিড়ম্বনার নাম রোগী পরিবহনের ট্রলি স্বল্পতা। রোগীর স্বজনদের ট্রলির ব্যবস্থা করতে অনেক বেগ পেতে হয়। এই বিড়ম্বনার কথা চিন্তা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জামিলুর রহমানের উদ্যোগে প্রথমবারের মতো চালু হলো ‘Self Driving’ ট্রলি ব্যবস্থা।
এই ব্যবস্থায় হাসপাতাল ফটকে রেডি থাকবে ট্রলি। রোগীর স্বজনেরা দায়িত্বপ্রাপ্ত কর্মচারীর কাছে ১০০ টাকা জমা দিয়ে ট্রলি নিয়ে যেতে পারবেন। পরবর্তীতে কাজ শেষে উক্ত স্থানে ট্রলি ফেরত দিলে ১০০ টাকার পুরোটাই ফেরত দেওয়া হবে।
এই ব্যবস্থায় রোগী ও রোগীর স্বজনদের ভোগান্তি অনেকটাই লাঘব হবে বলে আশা করা যায়।
তথ্যসূত্র : ডাঃ সুমন পাল
স্টাফ রিপোর্টার/মোঃ আহসান হাবীব ইরফান