Rules of “Carry on System” & “Professional Exam” starting from the students of 2013-14 Session

Rules of “Carry on System” & “Professional Exam”
starting from the students of 2013-14 Session…….
Carry on System বাতিল/বহাল
নিয়ে স্টুডেন্টসদের সকল জল্পনা কল্পনা অবসানের পথে রয়েছে।
তবে আমি যতটুকু বুঝলাম
তাতে করে যতোটা ভয়ঙ্কর
হবে ভেবেছিলাম
ততোটা না,বরং তার এক-চতুর্থাংশ….
আমি যতটুকু জানতে পেরেছি তা আপনাদের
সুবিধার্থে তুলে ধরলাম।অন্যান্য নিয়ম
জানামাত্রই জানাবো ইনশা-আল্লাহ।
১..নতুন নিয়ম অনুযায়ী ২০১৩-১৪ সেশনের
স্টুডেন্টসদের থেকে ৪ টি Professional/
পেশাগত/Prof পরীক্ষা চালু হবে।
২..ফার্স্ট প্রফ ও ফাইনাল প্রফের
সাবজেক্ট আগের মতোই থাকবে,শুধুমাত্র সেকেন্ড
প্রফের ৫ টি সাবজেক্ট আলাদা করে ২টা (সেকেন্ড ও থার্ড) প্রফে বিভক্ত করা হবে।
৩..সেকেন্ড প্রফে থাকবে Community Medicine ও Forensic
Medicine এবং থার্ড প্রফে থাকবে Pathology,Pharmacology & Microbiology.
৪.. প্রফেসর ডাঃ শাহ আব্দুল লতিফ স্যার
(Former DGHS,,সাবেক প্রিন্সিপাল ও
ফিজিওলজির ডিপার্টমেন্টাল
হেড,MMC) নাকি বলেছেন
যে,সিলেবাস ২০% কমানো হবে।
তবে কিভাবে কমাবেন এ সম্পর্কে কিছু
বলতে পারছি না।
Carry on System এর নিয়মঃ
-নিয়মটা মোটামুটি আগের মতোই
আছে,শুধুমাত্র ফার্স্ট প্রফ ব্যতীত। -ফার্স্ট
প্রফে কেউ ফেল করলে সেক্ষেত্রে সে সাপ্লি দিয়ে পাশ
করার পূর্ব পর্যন্ত ব্যাচমেটদের
সাথে থার্ড ইয়ারের কোন ক্লাস ও
ওয়ার্ড করতে পারবে না।
তবে সাপ্লিতে পাশ করলেও ইয়ার লস
হবে না।কারণ পাশ করার পর থেকেই
ব্যাচমেটদের সাথে ওয়ার্ড ও অন্য সব
ক্লাস কন্টিনিউ করে ব্যাচমেটদের
সাথেই সেকেন্ড প্রফ দিতে পারবে। –
সেকেন্ড প্রফ থেকে ফাইনাল প্রফ পর্যন্ত
আগের নিয়মই বহাল থাকবে। অর্থাৎ কেউ
ফেল করলেও ব্যাচমেটদের সাথে সব
ক্লাস ও ওয়ার্ড Continue করতে পারবে।
যাস্ট সাপ্লিমেন্টারী পরীক্ষার সময়
পরীক্ষা দিবে (এই নিয়ম
বর্তমানে প্রযোজ্য নিয়মের মতোই)। –
সেকেন্ড প্রফ দিতে হলে ফার্স্ট প্রফের
সব সাবজেক্টে পাশ,পারসেন্টেজ
এবং সেকেন্ড প্রফের টার্মগুলো ক্লিয়ার/পাশ
করতে হবে (আগের নিয়মের মতোই)। –
থার্ড প্রফ দিতে হলে সেকেন্ড প্রফ পাশ
(রেগুলার/সাপ্লি),নির্ধারিত
পারসেন্টেজ ও থার্ড প্রফের সাবজেক্টগুলোর টার্ম
পরীক্ষাগুলোতে পাশ করতে হবে। –
ফাইনাল প্রফ দিতে হলে থার্ড প্রফে পাশ (রেগুলার/­
সাপ্লি),নির্ধারি ত পারসেন্টেজ ও
অন্যান্য পূর্বশর্ত পূরণ
করতে হবে। আশাকরি বুঝতে পেরেছেন যে,শুধুমাত্র
ফার্স্ট প্রফে পাশের আগে Carry on System
বাতিল করা হয়েছে কিন্তু বাকি ৩
টা প্রফে কিন্তু আগের নিয়মের মতোই
Carry on System বহাল আছে।
সুতরাং ফার্স্ট প্রফে একবারেই পাশ
করার জন্য আপনাদেরকে তুলনামূলক
বেশি সিরিয়াস হয়ে অধিক
পড়াশোনা করতে হবে।
একবারে পাশ না করলে ইয়ার লস
হবে না,তবে ক্লাস ও ওয়ার্ড করতে পারার
কারণে পিছিয়ে পড়বেন,যা Recover
করা একটু টাফই হবে। অতিরিক্ত
সুবিধা হিসেবে আপনাদের ফার্স্ট
প্রফের ৩ টা টার্মের আগেই প্রিপারেশন
নেয়ার জন্য ৭ দিন
করে ছুটি থাকবে এবং প্রথম দুই টার্মের পর
৭ দিন করে ছুটি থাকবে,এই
ছুটি আপনারা নতুন নিয়মানুযায়ীই
পাবেন,এটা বেশ ভাল একটা সিদ্ধান্ত
বলে মনে করি….
তারপর অন্যান্য প্রফে আমাদের মতোই
আগের নিয়মেই Carry on System ও অন্যান্য
সুযোগ-সুবিধা পাবেন।
So,try as your best; then our Pray (Doa),Sympathy
of Teachers (We expect) & Help of Allmighty Allah
will remain with all of you Insha-Allah…!!!

জাহিদ হাসান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ।

ডক্টরস ডেস্ক

One thought on “Rules of “Carry on System” & “Professional Exam” starting from the students of 2013-14 Session

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

List of students who are migrated from Dhaka Dental college to other dental/medical college

Thu Nov 27 , 2014
Collected By Sabrina Abbas Share on FacebookTweetFollow us

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo