সারাদেশের মত গত ২৯শে নভেম্বর
শাহাবুদ্দীন মেডিকেল কলেজেও
“অযথা এন্টিবায়োটিক সেবন ক্ষতির কারন।
বিনা প্রেসক্রিপশননে তা কিনতে বারন” এই প্রতিপাদ্যে
ডিজি হেলথ এবং ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায়
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ আয়োজিত হয়।
সকাল ১০ টায় মেডিকেলে স্টুডেন্টদের র্যালি দিয়ে এন্টিবায়োটিক সচেতনতা প্রোগ্রামটি শুরু হয়..
এর পর সিগনেচার ক্যাম্পেইন শুরু হয়, যাতে শতাধিক ছাত্রছাত্রী এবং হাসপাতালে আগত রোগীদের সিগনেচার নেয়া হয়,,
পোস্টার লাগানো শেষে,
সচেতনতামুলক লিফলেট বিতরন এবং হাসপাতালে আগত রোগীদের কাউন্সেলিং করা হয় অপ্রয়োজনীয় এবং অনিয়ন্ত্রিত এন্টিবায়োটিকের ব্যবহার সম্পর্কে…
এই প্রোগ্রাম সফল আয়োজনে নেতৃত্বে ছিলেন
প্ল্যাটফর্ম এক্টভিস্ট মোহাম্মদ নাজমুল আবেদীন
সাথে ছিলেন ভলান্টিয়ার মোহাম্মদ আরিফ হোসেন
এবং সুম্ন হাসান
ছবি এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহঃ
ফিচার লেখক
প্ল্যাটফর্ম এক্টিভিস্ট
মোহাম্মদ নাজমুল আবেদীন
শাহাবুদ্দীন মেডিকেল কলেজ