শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেয়ায় এক নারী চিকিৎসককে লাঞ্ছিত করা হয়েছে। লাঞ্ছনার শিকার চিকিৎসকের নাম অর্পিতা রায়। এর আগে চিকিৎসক অর্পিতা রায় নুরুজ্জামান কাফিকে নিয়ে নিজ সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) লিখেন, “লুচ্চামি করলো কাফি আর বাড়ি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার”। […]