কিছু রক্তসৈনিকের কথা বলি! মানুষগুলোর মানবসেবা করা সুযোগ হয় চিকিৎসক হবার আগে থেকেই। দুস্থ, পীড়াগ্রস্ত, অসহায়কে রক্ত সরবরাহ করাই এদের কাজ। নিরাপদ রক্ত পরিসঞ্চালনে দেশে যে একটি নীরব আন্দোলন তা কয়জনই বা জানি। রক্ত কেনাবেচার মত গর্হিত কাজগুলো বা পেশাদার রক্তদাতাদের নিরুৎসারিত করার পেছনে তাদের অবদান কজনই বা মুখফুটে স্বীকার […]
রক্ত সৈনিকদের অভিজ্ঞতা
ঠিক কত সাল থেকে আমি সমাজসেবক হিসেবে কাজ করছি, তা খেয়াল নেই। কিন্তু অনেক বছর হয়ে গেল সমাজ সেবক হিসেবে অনেক কাজ করে যাচ্ছি। বলতে পারেন, ক্ষমতায় যতটুকু কুলাচ্ছে ততটুকু কাজ করে যাচ্ছি। রক্তদান কর্মসূচি নিয়ে কাজটাও বেশ কিছু বছর হল করছি। হঠাৎ করে প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত হয়ে গেলাম। […]