শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ রহস্যময় এক রোগের সংক্রমণ হয়েছে উগান্ডার বুন্দিবুগিও জেলায়। নতুন এই রোগের জন্য দায়ী জীবাণুর নাম ‘ডিঙ্গা ডিঙ্গা’ ভাইরাস। ‘ডিঙ্গা ডিঙ্গা’ শব্দের স্থানীয় অর্থ ‘নাচের মতো শরীর নড়াচড়া করা’। আইএএনএস তাদের প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত প্রায় ৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু। […]