নাম তার “BIVACOR” । কৃত্রিম হৃদযন্ত্র কোনওরকম স্পন্দন ছাড়াও রক্ত পাম্প করতে সক্ষম হবে। অস্ট্রেলিয়ার একদল গবেষক বিশ্বের প্রথম এই কৃত্রিম হৃদযন্ত্র আবিষ্কার করলে। ডিভাইসটি বানিয়েছেন ব্রিসবেনের ডা: ড্যানিয়েল টিমস। ২০০১ সালে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় এই নিয়ে কাজ শুরু করেন তিনি। বর্তমানে কৃত্রিম হৃদযন্ত্রটি পরীক্ষামূলকভাবে মানবদেহে প্রতিস্থাপিত করা হয়েছে। […]