লেখকঃ Pragoitihashik Atiq
USMLE Step 1 এর জন্য আপনাকে কি কি পড়তে হবে ???
আমাদের অনেকের মাঝেই usmle ভীতি আছে । আসলে ভীতির কিছু নেই , চেষ্টা করলেই হয় । Exam pattern টা সামান্য ভিন্ন , একটু কঠিন কিন্তু অসম্ভব না । এখন দেখা যাক USMLE Step 1 এর জন্য আপনাকে কি কি পড়তে হবে ???
Kaplan lectures notes ( latest edition হলে ভালো , পুরাতন হলে latest ed. এর সাথে মিলিয়ে যা যা সংযোগ করতে হবে তা করে নিন )। উল্লেখ্য , latest edition এ অনেক পরিবর্তন এসেছে , আমি physiology দেখলাম বেশ পরিবর্তন
- First Aid ( latest edition ) . 2014 latest
- Goljan pathology ( books and audio ) . বর্তমানে 4th ed. latest । যারা ভাল স্কোর করেছে তারা সবাই Goljan audio suggest করেছে , কিন্তু আমি পছন্দ করি না শুধু মাত্র bad quality audio এর জন্য । তবে আপনাদের ভাল লাগলে ভালো
- pathoma ( pdf + video lecture )
- (pathology সম্পর্কে আরো বিস্তারিত লিখবো )
- kaplan lecture শেষ করার পর First Aid শুরু করা ভাল । First Aid তে শুধু High yield দেয়া ,প্রথমেই বুঝা একটু কষ্ট । তবে First Aid খুবই গুরুত্বপূর্ণ Usmle পরীক্ষার জন্য .
- qbank
- NBME – qbank, NBME আপনাকে দেবে পূর্ণমাত্রায় আত্মবিশ্বাসী আর করে তুলবে উপযোগী , তবে লেকচার নোট্স , First aid শেষ করার পর শুরু করতে হবে
will be updated ………………….