প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
তারুণ্যের শক্তি অপরিসীম। তার স্বপ্ন দেখার শক্তিও অঢেল। উদ্যম, প্রাণশক্তি, স্বপ্ন ও কল্পনার মিশেলে ধীরে ধীরে ফুটে ওঠে তরুণ দেহ-মন। এসব তথাকথিত বিমূর্ত কথাগুলো বাস্তবে রূপ দিয়ে উদযাপনের লক্ষ্যেই ২০১৪ সাল থেকে প্রতিবছর ১৫ জুলাই পালন করা হয় World Youth Skills Day-র মতো একটি দিন। এই বছরের থিমের সঙ্গে অবধারিত ভাবে জড়িয়ে গিয়েছে মহামারী প্রসঙ্গ। ‘Reimagining Youth Skills post-pandemic’ ।
কাজের দুনিয়া, কর্মসংস্থানের ক্ষেত্রে বিপুল নেতিবাচক প্রভাব ফেলেছে করোনা মহামারী। মহামারী-উত্তর সময়ে তরুণ প্রজন্মের জন্য এক সম্ভাবনাময় অর্থনৈতিক বিশ্ব অটুট রাখাই এ বছরের Youth Skills Day-র এক ও অদ্বিতীয় লক্ষ্য! তারুণ্যের সবচেয়ে বড় লক্ষ্য শিক্ষা অর্জন, নিজেকে তৈরি করা এবং নিজেকে আসন্ন চ্যালেঞ্জের যোগ্য করে তোলা। আর এজন্য ‘স্কিল ডেভলপমেন্ট’ সবচেয়ে জরুরি। ঠিক তেমনি দেশের সর্ববৃহৎ মেডিকেল ও ডেন্টাল চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি’ নামে ডাক্তারদের একটা সংগঠন রয়েছে। চিকিৎসকদের অধিকার নিয়ে কথা বলা আর হবু চিকিৎসকদের দক্ষ করে গড়ে তোলার প্রয়াস নিয়ে এগিয়ে চলা এই সংগঠনের রয়েছে অত্যন্ত সুশৃঙ্খল বিন্যাসে সাজানো একাধিক ডিভিশন, ডিভিশনের তত্ত্বাবধানে সাবডিভিশন এবং স্বতন্ত্র উইং যাদের প্রতিটির রয়েছে আলাদা এসওপি ( স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেডিওর )।
প্ল্যাটফর্মের বিভিন্ন ডিভিশন ও ডিভিশনের তত্ত্বাবধানে সাবডিভিশন সমূহঃ
☛ ১) প্ল্যাটফর্ম সোশাল ফোরাম ডিভিশন
সাবডিভিশনঃ
ক. প্ল্যাটফর্ম পোষ্ট এপ্রুভাল এন্ড মনিটরিং গ্রুপ।
খ. প্ল্যাটফর্ম র্যাপিড রেস্পন্স এন্ড কুইক সাপোর্ট টিম।
গ. প্ল্যাটফর্ম লিডারশীপ হান্টিং এন্ড গ্রুমিং গ্রুপ।
ঘ. এঙ্গেজমেন্ট অব লিজেন্ডস এন্ড রেগুলেশন গ্রুপ।
ঙ. ব্লাড সিকিং টিম
☛ ২) প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন (মেডিকেল)
সাবডিভিশনঃ
ক. সিএমই
খ. কন্টেন্ট ক্রিয়েশন
গ. প্রশ্ন ব্যাংক
ঘ. নোটস ব্যাংক
ঙ. ই-ক্লাস
চ. ই-লাইব্রেরী
ছ. প্ল্যাটলাস আর্ট
জ. মেডি-গেমস
ঝ. ফোকাস গ্রুপ ডিসকাশন
ঞ. মেডি-থিয়েটার
☛ ৩) প্ল্যাটফর্ম একাডেমিক ডিভিশন (ডেন্টাল)
সাবডিভিশনঃ
ক. সিএমই
খ. কন্টেন্ট ক্রিয়েশন
গ. নোটস ব্যাংক
ঘ. ই-ক্লাস
ঙ. ই-লাইব্রেরী
চ. প্ল্যাটলাস আর্ট
ছ. কুইজ
জ. ফোকাস গ্রুপ ডিসকাশন
ঝ. ক্যারিয়ার গাইডলাইন
ঞ. মেডি-থিয়েটার
☛ ৪) প্ল্যাটফর্ম মেডিকেল জার্নালিজম ডিভিশন
সাবডিভিশন:
ক. র্যাপিড নিউজ বিভাগ
খ. ক্যাম্পাস নিউজ বিভাগ
গ. রিসার্চ নিউজ বিভাগ
ঘ. একাডেমিক নিউজ বিভাগ
ঙ. ফিচার বিভাগ
চ. স্বাস্থ্য বিষয়ক নিউজ বিভাগ
ছ. খাদ্য ও পুষ্টি বিষয়ক নিউজ বিভাগ
জ. প্রসাধন বিষয়ক নিউজ বিভাগ
ঝ. সংস্কৃতি ও খেলাধুলা বিষয়ক নিউজ বিভাগ
☛ ৫) প্ল্যাটফর্ম ওয়েব এন্ড টেকনিক্যাল ডিভিশন
☛ ৬) প্ল্যাটফর্ম হিউম্যান রিসোর্স ডিভিশন
সাবডিভিশনঃ
ক. ইন্টার্নাল এফেয়ার্স
খ. এক্সটার্নাল এফেয়ার্স
✍ প্ল্যাটফর্মের বিভিন্ন উইং সমূহঃ
১. প্ল্যাটফর্ম রিসার্চ উইং
২. প্ল্যাটফর্ম সোশ্যাল এওয়ারনেস এন্ড হিউম্যান ওয়েলফেয়ার উইং
৩. প্ল্যাটফর্ম রাইটস এন্ড রেসপন্স উইং
৪. প্ল্যাটফর্ম সাইবার সিকিউরিটি উইং
৫. প্ল্যাটফর্ম ফ্রেমস উইং
৬. প্ল্যাটফর্ম ক্যারিয়ার উইং
৭. প্ল্যাটফর্ম ফ্যামিলি মেডিসিন উইং
৮. প্ল্যাটফর্ম মেন্টাল হেলথ উইং
এছাড়াও এসকল ডিভিশন, সাবডিভিশন ও উইং এর বিভিন্ন প্রজেক্ট সফলের উদ্দেশ্যে গঠিত আছে বিভিন্ন বিশেষায়িত টিম। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো-
⚫ প্ল্যাটফর্ম এঙ্করিং ম্যানেজমেন্ট টিম (ফ্রেমস উইং)
⚫ প্ল্যাটফর্ম নিউজ টিম (জার্নালিজম ডিভিশন)
⚫ প্ল্যাটফর্ম প্লাজমা ডোনেটিং পুল (ব্লাড সিকিং সাবডিভিশন)
⚫ প্ল্যাটফর্ম ডক্টরস রাইট টিম (র্যাপিড রেসপন্স এন্ড কুইক সাপোর্ট সাবডিভিশন)
⚫ প্ল্যাটফর্ম ডক্টর সার্ভে টিম (র্যাপিড রেসপন্স এন্ড কুইক সাপোর্ট সাবডিভিশন)
⚫ প্ল্যাটফর্ম সার্জন সার্ভে টিম (র্যাপিড রেসপন্স এন্ড কুইক সাপোর্ট সাবডিভিশন)
⚫ প্ল্যাটফর্ম ডেন্টাল সার্জন সার্ভে টিম (র্যাপিড রেসপন্স এন্ড কুইক সাপোর্ট সাবডিভিশন)।