বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত আজ অনানুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন। ২২ মার্চ রেসিডেন্টদের সাথে এক মতবিনিময় সভায় তিনি স্পস্ট ইঙ্গিত দেন যে ভিসি পদে আর বহাল থাকছেন না। একই সাথে তিনি আগামী জুলাই মাসে স্বেচ্ছায় অবসরে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।
উল্লেখ্য, পর পর দুইবার তিনি ভিসি পদে বহাল ছিলেন। ২৪ মার্চ তাঁর দ্বিতীয় মেয়াদের শেষ কার্যদিবস। সেদিনই নতুন ভিসি নিয়োগ হবে বলে জানা গেছে। বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক ডাঃ কণক কান্তি বড়ুয়া নতুন ভিসি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। প্রোভিসির তালিকায় রয়েছেন অধ্যাপক ডাঃ জাকারিয়া স্বপন এবং বর্তমান প্রোভিসি অধ্যাপক ডাঃ রুহুল আমিন মিয়া।
Iron man.salute sir
Once a legend, always a legend. salute sir
akhon admission a durtini suru hobe.. 🙁
RIP fair Residency
🙁
Legend…..
good plz save residency programe
So sad
Nothing too say.he is really honest man.sallote sir.
sir u r a good speaker….so much inspiring.
will miss you sir
Miss u sir consider as 1st best doctor in Ent in Bangladesh
we miss u Sir. . U do the best pssible thinks fr dr. . And health sector. Thank u
a great loss. the political regime is about to come hopefully.
WOW, the age of corruption in residency program is coming back. hurray !!!! very happy.
তার জন্য শুভ কামনা ।