প্ল্যাটফর্ম নিউজ, বৃহস্পতিবার, ২১মে, ২০২০
করোনার সংকটকালীন সময়ে সাধারণ মানুষের জীবন ব্যবস্থা যেখানে অনেকটাই থমকে গিয়েছে সেখানে একদম নিম্ন আয়ের মানুষজনের অবস্থা আরও বেগতিক। আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দু-বেলার আহার ঠিকমতো যোগাতে পারছেন না যারা, তাদের জন্যে ঈদ বস্ত্রসহ অন্যান্য সামগ্রী যোগানো যেনো বিলাসিতা।
দুর্যোগকালীন এ সময়ে মেডিকেল কলেজে কর্মরত স্টাফ, আয়া সহ অন্যান্য কর্মচারীরাও ভুক্তভোগী। নিজ নিজ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের ইতিমধ্যে অনেকেই অনেক ভাবে সাহায্য করেছেন। এবার এমনই উদার মানবতার এক দৃষ্টান্তের দেখা মিললো পাবনা মেডিকেল কলেজে।
মোঃ তরিকুল ইসলাম লিমন, পাবনা মেডিকেল কলেজের ৮ম ব্যাচে অধ্যয়নরত একজন ছাত্র। করোনায় যখন সারাদেশে অঘোষিত লকডাউন শুরু হলো, হঠাৎ করেই স্বল্প সময়ের নোটিশে মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় তিনি নিজের বাড়ি ফিরতে পারেন নি। বর্তমানে ছাত্র হলেই অবস্থান করছেন। এদিকে লকডাউনের প্রায় মাস দুয়েক হয়ে যাওয়ায় স্বচক্ষে দেখেছেন নিজ মেডিকেল কলেজে কর্মরত পরিচিত সকল কর্মচারীদের বেতন ভাতার অভাবে দূর্দশা। তাই আসন্ন ঈদ-উল-ফিতরে তাদের মুখে যেনো একটু হলেও হাসির দেখা মেলে সে উদ্যোগ নেন তিনি। তারাও যাতে অন্যদের মতন অন্তত ঈদ এর দিনটুকু হাসি মুখে কাটাতে পারেন সে লক্ষ্যে তাদের পাশে দাঁড়ান এই শিক্ষার্থী।
গতকাল (বুধবার), বিকেলে পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে উক্ত কলেজের ছাত্র মোঃ তরিকুল ইসলাম লিমন নিজের টিউশনি ও হাত খরচের টাকা থেকে ৪০ জনকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন। এ তালিকায় ছিলেন পাবনা মেডিকেল কলেজের স্টাফ, ছাত্র ছাত্রী হোস্টেলের দায়িত্বে থাকা কর্মচারীগণ এবং কলেজের আশেপাশের কিছু দরিদ্র পরিবার। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মাঝে জনপ্রতি ছিলোঃ ১ কেজি পোলাও চাল, ১ প্যাকেট সেমাই, ১/২ কেজি চিনি, ১/২ লিটার তেল এবং ২-প্যাকেট গুড়া দুধ ।
বিতরণকালীন সময়ে তার সাথে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের মাননীয় অধ্যক্ষ অধ্যাপক ডা. নিরঞ্জন চন্দ্র বসাক।
মোঃ তরিকুল লিমন বলেন, সারাদেশব্যাপী মানুষজন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কে রয়েছেন। ইতিমধ্যে, আবার শুরু হয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। এমতাবস্থায়, আমি যার যার সাধ্য মতো সবাইকে অসহায় মানুষের পাশে থাকার জন্য আহবান জানাচ্ছি।
সারাদেশে চলমান মহামারীতে জীবনব্যবস্থা যেখানে অচল, সেখানে একজন অধ্যয়নরত শিক্ষার্থীর অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই স্বেচ্ছাসেবী মনোভাব এক অনন্য দৃষ্টান্ত। তার এই উদ্যোগ সমাজে অন্যান্যদেরকেও তাদের আশেপাশে বসবাসরত অসহায় লোকের পাশে দাঁড়াতে অনুপ্রেরণা যোগাবে।
নিজস্ব প্রতিবেদক / নাজমুন নাহার মীম