প্ল্যাটফর্ম নিউজ, ৭ জানুয়ারি ২০২১, বৃহস্পতিবার
করোনা মহামারীর শুরু থেকেই এর চিকিৎসায় ব্যবহৃত নানান ওষুধ এবং তার কার্যকারিতা নিয়ে চলে আসছে নানান রকম গুঞ্জন। যথাযথ গবেষণা এবং নির্ভরযোগ্য ফলাফল ছাড়াই কখনো আইভারমেক্টিন আবার কখনো রেমডেসিভির জাতীয় ওষুধকে করোনার চিকিৎসায় ফলপ্রসূ বলে প্রচার করে আসছে দেশের নানান সংবাদ মাধ্যম। তবে আইভারমেকটিন, ফাভিপিরাভির, রেমডেসিভির কিংবা প্লাজমা থেরাপি ছাড়াই সহস্রাধিক কোভিড রোগী সুস্থ হবার খবর পাওয়া গিয়েছে
BITID(বাংলাদেশ ইন্সটিটিউট অফ ট্রপিকাল ইনফেকশন এন্ড ডিজিজ) হাসপাতালে। হাসপাতালটির মেডিসিন কনসালট্যান্ট ডা. সুমন চৌধুরী জানান,
“যদিও, কোভিড রোগীদের চিকিৎসা এখনো চলমান। তাও, নতুন বছরের শুরুতে গতবছর তথা ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত BITID এর পরিসংখ্যান খানিকটা তুলে ধরার চেষ্টা করছি। চট্টগ্রামে প্রথম ভর্তি হওয়া সেই কোভিড রোগীটি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত BITID তে কোভিড ওয়ার্ডে কনফার্মড রোগীর সংখ্যা প্রায় ৬২৭ জন, সাসপেক্টেড রোগী ছিলেন ২২৩০ জন। এই সাসপেক্টেড রোগীরা RT PCR negative হলেও, অন্যান্য পরীক্ষার রিপোর্ট, উপসর্গ, জটিলতা, অন্যান্য রোগের উপস্থিতি ইত্যাদির কারণে কোভিডের মতোই তাদের চিকিৎসা দিতে হয়েছিল।
ওয়ার্ডে মৃত্যু ছিল ত্রিশ জন। ফ্লু কর্নারে প্রায় ২১০০০ জন রোগীর সেবা দেওয়া হয়েছে। আর, আমাদের ল্যাবে মোট কোভিড পরীক্ষা করা হয়েছে ৮৮৩২৫ জনের। সবগুলোই RT PCR, তবে বর্তমানে আরো দুটো পরীক্ষা: GeneXpert machine আর Rapid antigen test ও চালু আছে। আমরা আটজন কনসালটেন্ট আজকের দিন পর্যন্ত রোস্টার অনুসারে এইসব রোগীদের চিকিৎসায় সার্বক্ষণিক যুক্ত আছি। কনসালটেন্টদের হোয়াটস্যাপ গ্রুপে প্রয়োজনে আলোচনার ভিত্তিতে আমাদের টিমওয়ার্ক অব্যাহত আছে। আর, মেডিক্যাল অফিসারদের সাথে সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ থেকে শুরু করে, পরিচালক স্যারের সার্বিক তত্ত্বাবধান তো বলাই বাহুল্য! উল্লেখ্য, এখানে ভর্তি রোগীদের কাউকেই Remdisivir, Ivermectin, Convalescent Plasma, Favipiravir, Tocilizumab ইত্যাদি দেওয়া হয়নি।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে হওয়া বড় ধরনের গবেষণাগুলোর কোনোটিতে এখনো করোনা চিকিৎসায় এসব ওষুধের কার্যকারিতা নিয়ে পাওয়া যায়নি নির্ভরযোগ্য কোনো তথ্য। যুক্তরাষ্ট্রের উল্লেখযোগ্য সংবাদপত্র “The Wall Street Journal” এর ২০ নভেম্বর, ২০২০ এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে- বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় করোনা চিকিৎসায় রেমডেসিভিরের কোনো বিশেষ উপকারিতার প্রমাণ পাওয়া যায়নি। যার ফলাফলস্বরূপ করোনা চিকিৎসায় এ ওষুধ প্রয়োগ না করতে পরামর্শ দেয় সংস্থাটি।