“International Day of the Francophonie” উপলক্ষে অলিয়ঁস ফ্রঁসেজের সহযোগিতায় কুইজার্ডস আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফ্রেঞ্চ কালচারাল কুইজে ঢাকা মেডিকেল কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের সদস্যরা হলেন জয়ন্ত সেন আবীর, রাতুল এশরাক এবং আবরার হাসান। বিজয়ী দলের সদস্য রাতুল এশরাক শ্রেষ্ঠ কুইজার নির্বাচিত হয়েছেন এবং অলিয়ঁস ফ্রঁসেজে ফরাসী ভাষা শিক্ষার জন্য ফরাসী দূতাবাস থেকে পূর্ণবৃত্তি পেয়েছেন। এই কুইজে ঢাকা মেডিকেল কলেজের আরেকটি দল তৃতীয় হয়েছে। সেই দলের সদস্যরা হলেন ফারাহ মুরশেদ, আবরার নাদিম, বিদিতা মুশফিয়া।