১৮ ফেব্রুয়ারী, ২০২০
আরো একটি স্বপ্নের মৃত্যু…
Medical College for Women and Hospital,Uttara,Dhaka এর 21st batch এর শিক্ষার্থী সাবাবা সারওয়াত শুভেচ্ছা ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন।

চিকিৎসক সমাজ হারালো আরো একজন মেধাবী মুখ। প্ল্যাটফর্ম পরিবার এই ক্ষতির জন্যে শোকাহত ও মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছে।
জামিল সিদ্দিকী
A dreamer who want to bring positive changes in health sector in Bangladesh.
Wed Feb 19 , 2020
১৯ ফেব্রুয়ারি ২০২০: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার নতুন এক প্রযুক্তির দ্বারস্থ হয়েছে চীন৷ চীন সরকার এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এমন এক অ্যাপ, যা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি নির্ণয়ে সক্ষম৷ করোনা ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে এলে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে সে অ্যাপ৷ […]