আসুন আমরা মেডিকেল ছাত্রের অসুস্থ বাবাটির জন্য সাহায্যের হাত বাড়াই

অশোক কুমার মন্ডল, ৫৬ তম প্রজন্ম, এম.বি. বি.এস. , চট্টগ্রাম মেডিকেল কলেজ ।

ওর বাবা গত ১৫ বছর যাবত অসুস্থ। চিকিৎসকরা acute myocardial infarction এর ডায়াগনসিস করেছিলেন। সেই থেকে ধীরে ধীরে উনার স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

পরবর্তীতে এর থেকে dilated cardiomyopathy হয়ে গিয়েছে। এরপর অশোক ওর বাবাকে নিয়ে কলকাতায় এপোলো হসপিটালে গিয়েছিলো। ওখানকার ডাক্তার biventricular pacemaker লাগাতে বলেছেন। যেটার খরচ বাবত সাড়ে পাচ লক্ষ টাকা লাগবে। কিন্তু টাকার ঘাটতি থাকায় তখন এটা করা সম্ভব হয়নি।

এখন তার বাবার  অবস্থা খুবই খারাপ।হঠাৎ করে হ্রদযন্ত্র বন্ধ হওয়ার উপক্রম হয়। উনার ejection fraction মাত্র ২৫%। এখন ডাক্তার অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব CRTP transplant করাতে বলেছেন। আর্থিক সমস্যা থাকার কারনে এখনো কিছুই করতে পারছে না । তাছাড়া প্রতিদিনই অনেক টাকার ঔষধ লাগে যার খরচ বহন করতেও রীতিমত অনেক কষ্ট হচ্ছে৷

অশোক এখন তার জন্মদাতা পিতার চিকিৎসার জন্য সকলের কাছে সাহায্যপ্রার্থী ।
আমাদের সম্মিলিত সাহায্যে হয়তো ওর বাবার চিকিৎসাটা  আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে৷

অশোক এর বাবাকে সাহায্য করতে:
bkash noঃ 01985618691(অশোক)
অথবা
Dutch bangla mobile banking acc noঃ  017431420082(অশোক)

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

2 thoughts on “আসুন আমরা মেডিকেল ছাত্রের অসুস্থ বাবাটির জন্য সাহায্যের হাত বাড়াই

  1. I am sorry but totally rubbish. Being a doctor why did he go abroad? Couldn’t he find out any professor here? There are already a few world renowned Professors here. Why didn’t he go to them? Did he go to PG? Or NICVD? As he is a doctor, he would get help anywhere. But I guess it’s already too late and it’s his own fault. I would suggest him to take his father to BSMMU. It will cheaper and better than India. There is no cardiac operation that’s better done in India than Bangladesh. But yes if he wants best, he has to go to either China, Singapore or Malaysia. Plus I surely know only one surgeon in Bangladesh who does operation with low EF patients with success.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

রানি এলিজাবেথের হাত থেকে পুরষ্কার গ্রহণ করলেন বাংলাদেশের ওসামা বিন নূর

Fri Jun 24 , 2016
এ বছর যুক্তরাজ্যের রানির ‘দ্য কুইন্স ইয়াং লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৬’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন আপডেট ডেন্টাল কলেজের ছাত্র ওসামা বিন নূর। আজ সেই পুরষ্কার গ্রহণ করতে তিনি এবং পৃথিবীর আরও বিভিন্ন দেশ থেকে মনোনীত ইয়াং লিডাররাও জমায়েত হয়েছিলেন লন্ডনের বাকিংহাম প্যালেসে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক তরুণ নেতৃত্বের […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo