ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ বার্ষিক সাংস্কৃতিক-ক্রীড়া উৎসব ২০১৮

26754430_1542150729231696_1362232462_n

 

 

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গত ২, ৩ ও ৪ জানুয়ারি ইউনিভার্সিটি ডেন্টাল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক সাংস্কৃতিক উৎসব ২০১৮ এবং ইনডোর গেইমস কম্পিটিশন। অনুষ্ঠান উপলক্ষ্যে সংশ্লিষ্ট সবার মাঝে ছড়িয়ে ছিল আনন্দ ও উত্তেজনা। গোটা কলেজ জুড়ে ছিল সাজসাজ রব। ইন্টার্ন চিকিৎসক এবং শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে ভিন্নধর্মী, মনোরম সাজে সেজে উঠেছিল প্রতিষ্ঠানটি।

 
গত ২ জানুয়ারি ২০১৮ ,  ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা. হোসনে আরা’র  উদ্বোধনি ঘোষণার মাধ্যমে বার্ষিক সাংস্কৃতিক উৎসব এবং ইনডোর গেইমস কম্পিটিশন  ২০১৮’র  উদ্বোধন করা হয় ।

26755441_1542150685898367_864097327_n

এরপর কলেজটির মিলনায়তনে ইন্টার্ন চিকিৎসকদের স্বাগত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সপ্তাহের প্রথম দিনের আয়োজন। এই দিন কলেজের শিক্ষার্থীগণ একক নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন।দ্বিতীয় দিন, ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় একক সঙ্গীতের প্রতিযোগিতা। আর তৃতীয় দিন, ৪ জানুয়ারি দলীয় নৃত্য এবং দলীয় নাটক পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক সপ্তাহের মনোজ্ঞ আয়োজন।

 

26755673_1542150642565038_1457362796_n

26755603_1542150669231702_1372566308_n

 

পুরো অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজটির ইন্টার্ন চিকিৎসকগণ।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী এবং কলেজের স্টাফদের জন্যে ছিলো ইনডোর গেইমস প্রতিযোগিতা। এতে ছেলেরা ক্যারাম, দাবা ও টেবিল টেনিস এবং মেয়েরা ক্যারাম, দাবা, টেবিল টেনিস ও লুডো খেলায় পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

26754796_1542150645898371_32909804_n

 

সব শেষে গত ৮ই জানুয়ারি গাজীপুরে অবস্থিত সোহাগপল্লীতে কলেজের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। যেখানে শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মিলনমেলায় মুখরিত হয়েছিল পুরোটা সময় ।

 

 

26754313_1542150829231686_1214605543_n

 

 

দিনব্যাপী হৈ-হুল্লোড়, ঘোরাঘুরি এবং দুপুরের ভোজন পর্ব শেষে সেখানেই সাংস্কৃতিক সপ্তাহ, ইনডোর গেইমস, বনভোজনস্থলে অনুষ্ঠিত ইভেন্টসমূহ এবং raffle ড্র এর সকল বিজয়ীর হাতে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়। আর এরই মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের সপ্তাহব্যাপী বর্ণিল জমকালো আয়োজনের।

 

 

 

 

 

 

 

 

 

 

তথ্যঃ  ডা. ইফফাত সামরিন মুনা, ইউডিসি ১৮তম ব্যাচ।
ছবি ঃ ডা. মাহমুদ আলম, ডা. আবিদুর, ডা. সিঁথি, ডা. মনিরা

 

 

 

 

 

 

 

 

 

এরপর কলেজ মিলনায়তনে ইন্টার্ন চিকিৎসকদের স্বাগত নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক সপ্তাহের প্রথম দিনের আয়োজন। এই দিন কলেজের শিক্ষার্থীগণ একক নৃত্য ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন।

 

 

 

 

 

 

 

 

দ্বিতীয় দিন, ৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় একক সঙ্গীতের প্রতিযোগিতা। আর তৃতীয় দিন, ৪ জানুয়ারি দলীয় নৃত্য এবং দলীয় নাটক পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক সপ্তাহের মনোজ্ঞ আয়োজন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

পুরো অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কলেজটির ইন্টার্ন চিকিৎসকগণ।

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী এবং কলেজের স্টাফদের জন্যে ছিলো ইনডোর গেইমস প্রতিযোগিতা। এতে ছেলেরা ক্যারাম, দাবা ও টেবিল টেনিস এবং মেয়েরা ক্যারাম, দাবা, টেবিল টেনিস ও লুডো খেলায় পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সব শেষে গত ৮ই জানুয়ারি গাজীপুরে অবস্থিত সোহাগপল্লীতে কলেজের বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক, ইন্টার্ন চিকিৎসক, শিক্ষার্থী এবং কলেজ স্টাফদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলারও ব্যবস্থা ছিল।

 

 

 

 

 

 

 

দিনব্যাপী হৈ-হুল্লোড়, ঘোরাঘুরি এবং দুপুরের ভোজন পর্ব শেষে সেখানেই সাংস্কৃতিক সপ্তাহ, ইনডোর গেইমস, বনভোজনস্থলে অনুষ্ঠিত ইভেন্টসমূহ এবং raffle ড্র এর সকল বিজয়ীর হাতে তাদের পুরস্কার তুলে দেওয়া হয়। আর এরই মধ্য দিয়ে সমাপ্তি ঘটে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের সপ্তাহব্যাপী বর্ণিল জমকালো আয়োজনের।

– ডা. ইফফাত সামরিন মুনা।

ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ (১৮তম ব্যাচ)

Ishrat Jahan Mouri

Institution : University dental college Working as feature writer bdnews24.com Memeber at DOridro charity foundation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

Next Post

যমুনা পাড়ে প্ল্যাটফর্মের শীতবস্ত্র প্রদান এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচী

Thu Jan 11 , 2018
  শীতার্ত মানুষের জন্য কিছু করার প্রত্যয় নিয়ে প্ল্যাটফর্ম এর মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থী এবং ডাক্তারদের একটা দল বৃহস্পতিবার সূর্য ওঠার আগেই রওনা দেয় টাঙ্গাইলের পথে।     গোপালপুর উপজেলার নলীনবাজার নামক এলাকার ৮০০জন শীতার্ত মানুষ অপেক্ষায় ছিল একটু উষ্ণতার আশায়। প্রকৃতি সেখানে একটু বেশীই নিষ্ঠুর। বন্যা, নদী ভাঙন এবং পরবর্তিতে প্রচন্ড […]

Platform of Medical & Dental Society

Platform is a non-profit voluntary group of Bangladeshi doctors, medical and dental students, working to preserve doctors right and help them about career and other sectors by bringing out the positives, prospects & opportunities regarding health sector. It is a voluntary effort to build a positive Bangladesh by improving our health sector and motivating the doctors through positive thinking and doing. Platform started its journey on September 26, 2013.

Organization portfolio:
Click here for details
Platform Logo