ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ,গাজিপুর এ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এবং চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মের সহযোগিতায়, কমিউনিটি মেডিসিন ও মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের তত্বাবধানে পালিত হলো “বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮”।
সকাল ১০ টায় একটি সায়েন্টিফিক সেমিনারের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ডা. হুমায়রা ম্যাডাম। এবং উক্ত অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলো প্ল্যাটফর্মের এক্টিভিস্ট Runa Islam।
অনুষ্ঠানে উপস্তিত ছিলেন কলেজের মাননীয় প্রিন্সিপাল প্রফেসর ডা. মাহমুদা চৌধুরী ম্যাম(ডিপার্টমেন্ট হেড অফ কমিনিউটি মেডিসিন) এবং অন্যান্য সব ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা
এরপর জলাতঙ্ক রোগ নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর ডাঃ হুমায়রা ম্যাম। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ সম্পর্কে বর্তমান বিশ্বের সার্বিক পরিস্থিতি সুন্দরভাবে তুলে ধরেন। জলাতঙ্ক রোগ প্রতিরোধে সকলের করণীয় কি এবং কিভাবে এই রোগে মৃত্যুর হার কমিয়ে শূণ্যের কোটায় আনা যায় সেই বিষয়ে বিস্তর দিক নির্দেশনা দেন তিনি তার বক্তব্যে।
এরপর বক্তব্য রাখেন কলেজের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ লিসা ম্যাম। তিনি তার বক্তব্যে জলাতঙ্ক রোগ প্রতিকার নিয়ে বিস্তারিত বর্ণনা করেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে জলাতঙ্ক রোগের ভাইরাস সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।
এরপর প্ল্যাটফর্মের পরিচিতি নিয়ে কথা বলেন এক্টিভিস্ট Saifur Sayed।
তিনি তার বক্তব্যে সকলের কাছে প্ল্যাটফর্মের পরিচিতি ও কার্যক্রম তুলে ধরেন।
সেমিনারের শেষে কমিনিউটি মেডিসিন ডিপার্টমেন্ট এর হেড এবং আমাদের প্রিন্সিপাল ডাঃ মাহমুদা চৌধুরী ম্যাম তিনি তার বক্তব্যের মাধ্যমে জলাতঙ্ক রোগ নিয়ে সবার মাঝে একটি ধারণা দেন এবং শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সায়েন্টিফিক সেমিনারটির সমাপ্তি ঘোষণা করেন। তিনি তার বক্তব্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাশাপাশি চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠন প্ল্যাটফর্মকে ধন্যবাদ জানান এবং প্ল্যাটফর্মের কলেজ প্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করেন।
সেমিনারের পর, সিগনেচার ব্যানারে সিগনেচার করার মাধ্যমে সিগনেচার ক্যাম্পেইন এর উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মাহমুদা চৌধুরী ম্যাম।
এরপর প্ল্যাটফর্মের কলেজ প্রতিনিধিদলের নেতৃত্বে এক র্যালীর আয়োজন করা হয়। সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন করেন। র্যালীর পর তারা সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে জলাতঙ্ক রোগ সম্পর্কে জনসচেতনামূলক কার্যক্রম চালনা করেন।
সেমিনার, র্যালী ও সিগনেচার ক্যাম্পেইনসহ পুরো অনুষ্ঠানটির নেতৃত্ব দান করে উক্ত কলেজের প্ল্যাটফর্মের প্রধান প্রতিনিধি Mohammad Arafat এবং এক্টিভিস্ট সাইফুর সাইদ তাদের সাথে একাত্ব হয়ে কাজ করেন প্ল্যাটফর্মের এক্টিভিস্ট Mamunur Jami,Runa Islam,Saima Ali Akmar Anzum Kafi সহ নিশাত,মিম,জাহিদ,নাহিয়ান,রাজদিপ,সাদিয়া এবং আরো অনেকে ।
এছাড়া অনুষ্ঠান আয়োজনে আমাদের সাহায্য করেছেন কমিনিউটি মেডিসিন ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডাঃ ফেরদৌস আলম স্যার।
উক্ত অনুষ্ঠানে ভলান্টিয়ার ছিলো ২০ জনের মত।
সিগনেচার ক্যামপেইনে প্রায় ১৫০-২০০ জনের সাইন নেয়া হয় এবং আউটডোর আর হাসপাতালের আশেপাশে প্রায় ২৫০/৩০০ মানুষকে লিফলেট এবং সচেতনতা মুলক কাইন্সেলিং করা হয়।
পরিশেষে সুন্দরভাবে জনসচেতনামূলক কার্যক্রমটি পরিচালনা করার জন্য কলেজ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তর এবং আমাদের টিম প্ল্যাটফর্মকে ধন্যবাদ জ্ঞাপন করেন।