প্ল্যাটফর্ম নিউজ, সোমবার, ২৭ জুলাই, ২০২০
করোনা মহামারীতে শহীদ হলেন আরো দুজন চিকিৎসক। এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন ডা. এনায়েত উল্লাহ এবং ডা. বদিউজ্জামান হীরা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ডা. এনায়েত উল্লাহ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ১২তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি জেদ্দাতে আল রাইয়ান ক্লিনিকে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গতকাল (২৬ জুলাই) স্থানীয় সময় দুপুর ৩ টায় সৌদি আরবের “কিং আব্দুল আজিজ হাসপাতাল” এর ICU তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সৌদি আরবে এ পর্যন্ত মোট আট জন বাংলাদেশি চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
অপরদিকে, অর্থোপেডিক সার্জন ডা. বদিউজ্জামান হীরা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গতকাল (২৬ জুলাই) সকাল ৯ টা ৩০ মিনিটে ময়মনসিংহে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁদের মৃত্যুতে প্ল্যাটফর্ম পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।