সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
এক্স-রে চিকিৎসায় সহায়তা করবে, এমন এক মেশিন লার্নিং মডেলের নকশা করে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের দল অস্টিওঅ্যাসিস্ট। এক্স-রে রিপোর্ট পর্যবেক্ষণে করে রোগ নির্ণয়, অসুখের মাত্রা নির্ণয় এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে ডাক্তারের থাকতে হয় প্রচুর বিশ্লেষণ সক্ষমতা। কিন্তু এই বিশ্লেষণের কাজটিই করে দিবে সফটওয়্যার।
চিকিৎসাপ্রযুক্তি নিয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মেডট্রনিক ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং সোসাইটি (বিএমইএস) এক হয়ে প্রতিবছর আয়োজন করে ‘মেডট্রনিক স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন’। প্রতিবছর বিএমইএসের বার্ষিক সভার গুরুত্বপূর্ণ পর্ব হিসেবে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। রসায়ন বা জীববিজ্ঞান, তড়িৎ বা কম্পিউটারবিজ্ঞান, যন্ত্র বা তড়িৎ এবং এআই বা এমএল ফর স্পোর্ট ইনজুরিজ অ্যান্ড অর্থোপেডিক কন্ডিশনস—এই চার বিভাগে পুরস্কার দেওয়া হয় এই প্রতিযোগিতায়।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরে গত ২৩ থেকে ২৬ অক্টোবর বসেছিল এবারের আসর। এখানে এআই বা এমএল ফর স্পোর্ট ইনজুরিজ অ্যান্ড অর্থোপেডিক কন্ডিশনসে প্রথম পুরস্কার পেয়েছে বুয়েটের শিক্ষার্থীদের দল ‘অস্টিওঅ্যাসিস্ট’। দলে ছিলেন সাঈদ সাজ্জাদ ও ফারিহিন রহমান। দুজনই বায়োমেডিকেল প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
অস্টিওঅ্যাসিস্ট নিয়ে দলের সদস্য সাঈদ সাজ্জাদ গণমাধ্যমকে, ‘আমাদের সফটওয়্যার একটি এক্স-রের ছবি থেকে অস্টিওপোরোসিস নির্ণয় করতে পারে। সাধারণত হাড়ের খনিজ ঘনত্বের পরিমাণ নির্ণয় করতে ডেক্সা স্ক্যান প্রয়োজন হয়। কিন্তু এই স্ক্যানের সুবিধা ঢাকার বাইরে খুবই কম। এমনকি ঢাকায়ও শুধু ভালো মানের হাসপাতালে এই ব্যবস্থা থাকে। তাই এ চিকিৎসাকে সহজ করতেই আমরা এই মেশিন লার্নিং মডেলটি তৈরি করেছি, যা একটি সাধারণ এক্স-রে থেকেই হাড়ের খনিজ ঘনত্বের মান জেনে যাবে।’
বাংলাদেশের জনমিতির ওপর ভিত্তি করে এই গবেষণা করা হয়েছে। মডেলটিকে প্রশিক্ষণ দিতে হাসপাতাল থেকে নিয়মিত ডেটা সংগ্রহ করেছেন শিক্ষার্থীরা। গত ২৫ অক্টোবর মূল প্রকল্প উপস্থাপনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা। ফলাফলে দেখা যায়, অস্টিওঅ্যাসিস্ট প্রথম হয়েছে। প্রায় ৯০টি দলের মধ্যে ১২টি দলকে ফাইনালের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এশিয়া মহাদেশের একমাত্র দল হিসেবে প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে বুয়েট। নিজেদের ক্যাটাগরিতে লড়তে হয়েছে দুটি মার্কিন দলের পিএইচডি ও এমডি শিক্ষার্থীদের বিপক্ষে।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী