পার্ট ওয়ানের দুটো সুবিধা পুরোনো প্রশ্ন না দেখলেও চলে প্লাস এখানে ফার্স্ট-সেকেন্ড হতে হয় না ৭০% মার্কস পেলেই চলে ,কিন্তু এই ৭০% পেতেই ঘাম ঝরে যায় ।তবে পড়ার কন্টেন্ট রেসিডেন্সি অপেক্ষা অনেক কম এনাটমি ,ফার্মা পড়তে হয় না বললেই চলে । তবে ইদানীং এগুলো থেকেও প্রশ্ন আসছে সিলেকটিভ কিছু পড়ে গেলেই হয় ।
এনাটমির জন্য কার্ডিওভাসকুলার আর রেস্পিরেটরিটা ভালো করে পড়তে হবে আর বাকিগুলো ডেভিডসন যতটুকু আছে ততটুকুই এনাফ।এবারে আসা যাক বাকি প্রসঙ্গে
পেপার ওয়ান : এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিউরোলজি এবং হেমাটলজি ।নিউরোলজির বিভিন্ন লোবের যে চার্টটা আছে অবশ্যই সেটা পরীক্ষার দিন সকালে দেখে যাবেন এছাড়াও বিভিন্ন সিনড্রোম,ক্রেনিয়াল নার্ভ লেসনের একটা চার্ট,বালবার সুডবালবার পলসি,এখানকার ডেভিনসন এনাটমিটা বেশ গুরুত্বপূর্ন বিশেষ করে সেরেব্রাল হেমিস্ফিয়ার আর ব্রেইনস্টেম এই দুটা
এরপর যেগুলো গুরুত্বপূর্ণ –টপিক
Multiple sclerosis,GBS,parkinsonism(lewy body)meningitis,myasthenia gravis,SAH
গুরুত্বপূর্ন চার্টঃ
26.4,26.5,26.9,26.17,26.19,26.22,26.23,26.25,26.27,28, 26.35,26.46,26.54,26.67,26.92,93,26.99,27.627.13,14
হেমাটলজি :
সব কজোলজি এখানে ব্যতিক্রমগুলো বেশি আসে monocytosis,basophilia,lymphopenia এই টাইপ
গুরুত্বপুর্ণ টপিক :
APS,DIC,myelofibrosis,HL,NHL,IDA,Megaloblastic anaemia
এনাটমির RBC,WBC,platelet এগুলো ভালো করে দেখবেন
আর যে চার্টগুলো দেখবেন ..
Fig-24.4,chart 24.2(VVI),24.3,24.8,24.11,24.16,24.22,24.26,24.28,
GIT & Hepatobiliary থেকে বলি :
গুরুত্বপুর্ণ বিষয়ঃ GI+Hepatic anatomy(Davidson),hormone ,IBD(difference+ extra intestinal manifestation-VVI),Achalasia,Zollinger Ellison syndrome,Gastric CA,Celiac disease,tropical sprue,IBS,FAP,Liver failure,PBC,SCC(difference),Liver abscess,Bud chiyari,Fatty liver of Pg,cystic fibrosis,portal HTN,alcoholic cirrhosis,Wilson disease,
গুরুত্বপূর্ণ চার্টঃ 22.4,22.5,22.7,22.11,22.21,fig-22.23,22.30,22.39(VVI),22.42,22.46,22.49,22.58(VVI),22.61,22.66,22.84,22.88,22.90,23.5,23.8,9,23.15,23.18,23.21,23.22,23.25,26,28,23.39,23.57,23.62,23.75
বাকি বিষয়গুলো থেকেঃ
Good Medical practice:chart 1.3,1.4,1.7,1.10ethics,1.15,2.1,2.2,2.3,2.72.15,2.19,2.23(VVI)
molecular & genetic factor:chart 3.1,3.7(fig),3.5,3.6(CASH),3.8,9,10(VVI),
Env & nutrition:chart 5.3,5.5,5.7,5.8,radiation exposure টা পড়বেন ভালো করে ,fig 5.3(VVI),heat stroke,cold injury,5,26,refeeding syndrome,vit-A,D,K,E,B1,b3,b6,folic acid,b 12,iron,zinc,selenium
oncology:chart 11.1(only name),11.5(VVI),11.7(VVI),11.10,11.14,fig 11.6(VVI)11.20
পেপার ওয়ানের জন্য আশা করি এগুলো পড়লেই হবে তবে কেউ বেশি পড়তে চাইলে পড়তে পারেন সমস্যা নাই ।
যদি আপনারা চান তাহলে পেপার টু ,থ্রি এগুলো নিয়েও পোস্ট দিব ।
রেসিডেন্সি নিয়ে অনেক কিছু লিখার ইচ্ছা আছে বিশেষ করে এনাটমি আর ফার্মা এ দুটো আমাকে বেশি ভুগিয়েছে । সময় পেলে প্লাস আপনারা চাইলে লিখবো ইনশাল্লাহ !!
শুভকামনা সকলের জন্য
এবারে পেপার টুঃ
সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি চ্যাপ্টার হচ্ছে কার্ডিওলজি এবং এন্ড্রোক্রাইনলজি ।এই দুটো থেকেই প্রায় ত্রিশ মার্ক্স থাকবে ।পেপার টু এর কাহিনী হচ্ছে দেখে সবচেয়ে সহজ মনে হলেও তিন পেপারের মধ্যে বিসিপিএস কেন জানি এটাতেই বাঁশ দিতে স্বচ্ছন্দবোধ করে ,আমি যেবার দিয়েছিলাম সেবার এমনটি ই হয়েছিল ।যাই হোক এবার কাজের কথায় আসা যাক ।
শুরু করি cardiology দিয়ে …
Cardiology: পড়তে হবে ,পড়তে হবে এবং খুব ভালো করেই পড়তে হবে ।
গুরুত্বপূর্ণ বিষয়ঃ Infective endocarditis(pic ta+criteria),PDA,COA,VSD,ASD,TOF,myocarditis,HCM,pericardial effusion,constrictive pericarditis,Res myopathy(causes),
MS,MR,AR,AS (এই চারটা দুটো দুটো করে পাশাপাশি ছক বানিয়ে পড়ে ফেলবেন ),Heart block(causes & ECG changes)Hypertensive retinopathy(vvi),Aortic aneurism,dissection,enzymes ,CF& complications of ACS,AF(causes & mx)heart failure er pic
গুরুত্বপূর্ণ চার্টঃ
fig18.5,chart 18.2,18.3,18.5,fig 18.17(vvi),chart 18.6,fig 18.18(vvi),chart 18.7,9,10,11(vvi),20,22,23(vvi),26(vvi),29(vvi),31,33,34(vvi)35,36,37(এটা না পড়ে পরিক্ষা দেয়া উচিত না),38(class 3,class 4,digoxin),41(vvi),49,50,51,59,62,68,70,71,76,80,84,86,88(vvi)89,94(vvi)96,97
কার্ডিওলজি থেকে আরো যা লাগবে তা হচ্ছে এনাটমি(ব্লাড সাপ্লাই,নার্ভ সাপ্লাই ,চেম্বারগুলো কোনটা কি ফর্ম করে ,বেস ,ডেভেলপমেন্ট,কার্ডিয়াক ফার্মাকলজি ( এন্টি এনজাইনাল ৫ টা ড্রাগ, এন্টি হাইপারটেন্সিভ এবং Digoxin এর চৌদ্দ গুস্টি উদ্ধার করবেন অবশ্যই )
এন্ডোক্রাইনোলজি : এটাও খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার প্রায় ১৫ মার্কস থাকে এখান থেকেও। এখান হরমোনের বেসিকগুলো খুব ভালোভাবে আয়ত্তে রাখতে হবে প্লাস কিছু ক্লিনিক্যাল প্রশ্ন থাকে যেগুলো ট্রেনিং না করলে আন্সার করা আসলেই টাফ ।
বেসিক হরমোনের জন্য দিলীপ স্যারের শিট পড়তে পারেন সাথে কনসেপশন ক্লিয়ার জন্য ভিশনটা দেখলেই হবে ।আর ডেভিনসনের এনাটমি অংশ টুকু পড়বেন ।
গুরুত্বপূর্ণ টপিক : Graves disease,De Quervains thyroiditis(VVI),Hashimotos,post-partam thyroiditis,Riedels thyroiditis,hypogonadism,gynaecomastia,hirsutism(causes-vvi),Turner synd(pic ta –vvi),Klinnefilter synd,hypercalcaemia+hypocalcaemia(causes-vvi),primary hyperparathyroidism,Cushing synd(pic ta-vvi),addisons disease,phaeocomocytoma,cong adrenal hyperplasia,hypopituitarism,pituitary tumour,hyperprolactinaemia(causes-vvi),Acromegaly(pic ta vvi),DI(causes),MEN(VVI),Type 1 DM(pathology),DKA,HHS,GDM,OHA(chart-vvi na pore obossoi jaben na),Autonomic neuropathy(c/F-vvi),Diabetic retinopathy (সাথে hypertensive retinopathy দুটো পাশাপাশি লিখে একসাথে পড়বেন)
গুরুত্বপূর্ণ চার্টঃ 20.3,5,6,8(VVI),9(vvi),fig 20.4,chart 20.10,14,17,20,fig-20.12,13,chart-20.22,24,28,29,30,31(vvi এই সাতটাই ),42,45(vvi),46,50,51(vvi),52,fig-20.24,chart-20.54,55(vvi)59,fig-20.27(vvi),chart-20.63(VVi),MEN(abaro bollam),APS-20.69,chart 21.1,21.5(vvi),21.12(vvi),19,20,23,21.17(abaro bollam),31,36(eta r nephropathy pashapashi likhe porben),37
আমি যে টপিকগুলো দিয়েছি সেগুলোর চার্ট আলাদাভাবে উল্লেখ করিনি কিন্তু ওগুলা যেন অবশ্যই মিস না যায় ,ওগুলো সব পড়তে হবে ।
এই এন্ড্রোক্রাইন ডেভিনসন আমি কোনোদিওনো শুরু করে শেষ্ করতে পারি নাই কারণ আমি টানা সব পড়তাম ।এভাবে পড়লে আসলে হয় না ,গুরুত্বপূর্নগুলো আগে পড়বেন যেগুলো দিলাম আর সময় থাকলে যা বাকি থাকে ।
এবারে আসি skin আর Psychitry নিয়ে ,এই দুটো অনেকেই পরতে চায় না কিন্তু এগুলোই কম পড়ে অনেক মার্ক্স পাওয়া যায় ,তাই পেপার টু তে সবার আগে এই দুটো টপিক পড়ে ফেলবেন আমি নিচে কিছু গুরুত্বপূর্ন জিনিস দিয়ে দিলাম আশা করি কাজে লাগবে ……
SKIN:
টপিকঃ এনাটমি ডেভিডসন (ভালোভাবে),BCC,Bowens dis,melanoma(sites+CF),melanocytic naevi,Tinea(corporis,capitis,Scabies,Acne vulgaris,Eczema(criteria,sites,complication),Psoriasis(pic ta-vvi-q asbei),bullous disease(chart ta –must read ),hypo+hyperpigmentation+itching (causes),nail changes,erythema multiforme(bulls eye-c/F)nodosum (C/F)
Chart: 1st page lesions name only,fig 28.1(dekhben ektu),chart-28.1(headlines only),3,4(vvi),5,6,7(vvvi),8,21,2223(vvi),25,28(drugs name),30,31,33,36(maf nai portei hobe)38(vvi-MD te khub ase)40,41.42
এগুলোর বাইরে মনে হয়না আর পড়ার দরকার হবে ।
PSYCHIATRY:
TOPIC:classify psy disorder,psychosocial & env factors,self-harm,stress related disorder(ekbar reading),anxiety disorder(panic+phobic),OCD(vvi),mood disorder(classify)somatization,conversion on brain),Anorexia+bulimia nervosa
Chart:10.1,5,6,7,8,9(vvi -6 tai),10,11,14,18,28(vvi-abaro bollm),31,32(vvI),35(ekta reading diyen),36
POISONING:
TOPIC:OPC(ALL-chart ta muscarinic,nicotinic),Lithiun poisoning,Iron,Morphin(triad ache),Snake bite ,Paracetamol,all poisoning antidote name,TCA poisoning
CHART:1st page er clinical sign of poisoning(pupil,HR,RR,Temp-enough),chart-9.4,9.6(OPC,Digoxin,ethanol,iron,PCM),9.9(vvI),10(seizure,hypotension),11,14(na pore jaben na exam er din sokale dekhe jaben pls),15(VVI),
এবারে আসা যাক দামি পড়ায় Statistics সবচেয়ে কম পড়া কিন্তু পড়লেই সব পারা যায় ,এমনকি সিঙ্গেল বেস্ট ও ।প্লিজ এটাকে কেউ ইগ্নোর করবেন না ,সাখাওয়াত ভাই যে ছোট বইটা আছে ওটা ৩-৪ বার রিডিং দিবেন আর এক্সামের দিন সকালে ১৫ মিনিটে রিভাইস দিবেন ।
এই ছিল মোটামুটি পেপার –টু ,এগুলো পড়লে অনেক কিছুই কাভার হবে ।পড়ার সিস্টেম টা বলি প্রথমে সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ৩০-৪৫ মিনিটে দাগিয়ে নিন তারপর ঝাপিয়া পড়ুন জয় হবেই ইনশাল্লাহ। কার্ডিয়াক ফার্মা আর এনাটমির বেপারে আবারো বললাম প্লিজ এই দুটো অবশ্যই খুব ভালোভাবে এবং সিরিয়াসলি পড়বেন ।
এফসিপিএস পার্ট-ওয়ান পেপার থ্রিঃ
পেপার থ্রি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজি আর ডেভিনসনের ইনফেকশাস অংশটুকু ।এছাড়াও গুরুত্বপুর্ণ বিষয় হচ্ছে রেনাল সিস্টেম এবং এসিড-বেইজ ব্যালেন্স ।সাথে আছে রেস্পিরেটরি,রিউমাটলজি,আর কিছু রেলিভেন্ট অংশ ।
MICROBIOLOGY:
Lange: classification of bacteria,essential-non essential structure,growth curve,sterilization,normal flora(vvi)(chart),exotoxin,endotoxin,Antibiotic chart(vvi-exam din sokale dekhe jaben)(general bacteriology খুব বেশি লাগে না তবে বেসিক ক্লিয়ারের জন্য ডিটেইলস পড়াটা ভালো )
গুরুত্বপুর্ন ব্যাকটেরিয়াঃ staph aureus,strepto pyogens,pneumoniae,agalactiae,viridens,N meningitis,gonorrhoea,clostridium(3 ta)-vvi,correnebacterium diptheriae,Actinomyces(vvi),spirochates(vvi),ricketsial disease(rocky mountain fever ta details porben),Listeria(vvi),MTB,M lep(mainly david theke porben)-vvi,Enterobacteriacae(criteria+V cholarae,salmonella,shigella,E coli)
Davidson: AIDS ,syphilis,M leprae valo kore
Imp topic+ chart:fig;13.15,staphylococcal toxic shock syndrome,scarlet fever,chart -13.42(reading),buruli ulcer,brucellocis(CF only),chart-13.45,relapsing fever,leptospirosis(pic ta vvi),plague(types+inv),chart 13.46,47,cholera (dx-shotting star),bacillary dysentery(amoebic er sathe diffrnce ta pore felben),Diptheria(cf-wash leather appearance),chart 13.49,anthrax(reading),leprosy (vvi-reactions,CF,diffrence,Q fever,Trachoma(vvi)
AIDS-1st page-all stage-category c- vvi,basic –pol gene,gag gene,envelope gene,,chart-14.6,7,8,9(vvvvvvvi) < 50 er CF gulo 21st edition theke porben,fig-14.4,kaposi sarcoma,chart-14.11,12(imp),fig-14.11,13(vvi)15,16,19,
STI:chart 15.2,3,4,5(name),6,7(vvvI),8-syphilis ta parle purata porben –q asbei,gonorrhoea-CF,chlamydia-man+female,chart 15.2,
Virology:
Lange:classification,DNA vs RNA,pervo,Adeno,papilloma(eta valo kore porben),Herpes family(zoster,kothay konta latent thake lange er chart ),EBV(vvI-monospot test/PB test)
Measles,mumps(complications),Cong Rubella synd(vvi),CMV,orthomyxo,paramyxo-diff,(reys synd),Rabies(vaccine gula-ektu details,street & fixed virus),Hep-B(vvi-interpretation gulo-khub valo kore –lange a chart ache),Hep-C,Hep-A
routes of transmission –virus+bact+parasite,vaccine (live vs killed)-Live mone rakhben-RAJI-diye
Davidson:Measles+Rubella+pervo B19+mumps,japanese encephalitis(CF),chart 13.31, 36(vvi),37,39(name only),Herpes 1+2(complications),HH8,chart 13.40
Parasitilogy:
kalazar+malaria(kd+davidson milay),E.histolytica(kd),Trichomonas(KD),Toxoplasma(KD+david+lange –eta khub e imp),cestode,trematode,nematode(name+diff),E granulosus(KD),ancylostoma+ascaris(obs feature),W bancrofti(kd+david)
Davidson:chart 13.58,picta,59(name only)sleeping sickness+chagas dis-CF only,Giardiasis,chart 13.65,66,67cutaneous larva migrans,schistosomiasis,chart 13.68,
Mycology:Name & classification –cutaneous,subcutaneous,systemic,opportunistic,
Dimorphic,yeast,mold-name only
Details porben –Candida albicans,histoplasma,cryptococcus(Lange),
David theke chaile cryptococcosis ta porte paren r kisu dorkar nai.
আমার কাছে এই ইনফেকশাস ডিজিজ পড়াটা অনেক চ্যালেঞ্জিং লাগতো বিশেষ করে এগুলো গুছানো খুব ই কঠিন । সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে যে কোনো এখখান থেকে পড়ে অন্যখান থেকে সব ইনফো পাশে টুকে রাখবেন ।দিলীপ স্যারের শিট পড়তে পারেন আমি ওটাই পড়তাম ।
IMMUNOLOGY: innate,acquired immunity ,primary secondary response(diff),component of innate & acquired, Immunoglobulins(details),Antigen,HLA,cell mediated,humoral,T-cell,B cell (functions,diff)hypersensitivity reactions(VVI),diff serum sickness & arthus reaction,Graft vs Host disease,Autoimmunity,primary secondary immune def dis,APC(VVI)
David:Anatomy,chart-4.1,4.2,fig-4.4,chart-4.3,4.4+4.5,4.6,4.7,4.9(VVVVI),4.10,11,13(vvi-ei chart tai follow korben like –SLE-type 3 always nt type 2),14,18,22,24(VVI),25fig-4.6,4.7,4.8,10
Immunology নিয়ে বলি জেনেসিসের শিটটা কালেক্ট করতে পারলে খুব ভালো হয় ওটাতে সবকিছু সুন্দরভাবে গুছানো আছে ওটা পড়লে আর কিছু লাগে না । আর যারা সময় কম পাবেন তারা শুধুমাত্র ডেভিডসন অংশটুকু পড়বেন –এটা মাস্ট পড়তেই হবে।
RENAL SYSTEM:
IMP TOPIC:Anatomy(only david enough),Nephrotic & nephritic synd,AKI,CKD(CF-all-imp-endocrine,CVS),Mx-headlines,Renal artery stenosis,HUS(vvI)Glomerular disease(chart ta nije likhe nijer moto sajiye porben+ fig 17.21 valovabe dekhben),Alport syndrome,Acute interstitial nephritis,Adult PKD(VVVVVI),Bartler,Gittelman+fanconi syn-details porben –amr somoy fanconi aschilo tobe ota anemia chilo,UTI(CF)BPH(C/F)Testicular tumour,Pulm-renal synd,
IMP chart:17.2,3(vvi),4(risk factors),CT angiography,Renal arteriography,Radio-nucleotide study,biopsy –egula dekhben –q hoy egulo theke,chart-17.5(VVVi),6,8,9,10,11(vvvvvi),14,15,16(ca,Albumin,microscopy,USG,x ray,ECG),17,19,20,24(vvi),26,27(vvi),28(ACEI,ARB dea jabe),32(vvi)33,34(vvi),35(vvi),37(vvI),38,39(Vvvvvvvvvvvvvvvvi),40,41(vvi),42(drugs only),44,45,46(vvi)50,51,54(pg ta imp),57,60,65(ATN,tubular ,interstitial neephritis)
Fig-17.7,10,13(vvi)
রেনাল সিস্টেম খুব ই কাঠখোট্টা সিস্টেম ,পড়তে আসলেই অনেক কস্ট ,কিন্তু কিছুই করার নাই।
ACID BASE ELECTROLYTE:
Chart:16.2(vvi),3(Cl),4,5,11(VVI),12(VVI),13(maf naii-vvvvvvvvi),14,15(vvvvi),18,19(na pore xm a jaoa haram),20(vvvvvvi),21,22,
Fig-16.3(vvi),4,9(VVI),10(vvi),
আরো পড়বেন : hypokalaemia,hyperkalaemia,Resp acidosis+alkalosis(causes,Ph,Pc02,HCo3 egulo),hypomagnesaemia.
এগুলো পড়লেই চলে তবে ডেভিডসনটা পুরো পড়তে পারলে ভালো হয় মনে থাকবে ভালো।
RESPIRATORY SYSTEM:
IPM TOPIC:1st page er pic+ x ray gulo(page-645),anatomy-david charao arektu details lagbe seta jekhan thekei poren+histology,VP matching(VVI),Lung defence,X-ray,CT,PET,bronchoscopy,immunology & serology test,Histopathology & cytology,Respiratory failure(exam er din sokale chart ta dekhe jaben must-dnt miss)Asthma(C/F),COPD(details),bronchiectasis,cystic fibrosis(vvi-fig 19.31 valovabe bujhe bujhe dekhben),CAP(causes kon age e konta diye hoy),complications,TB(purota conception er jnne-pic ta valo kore+CF),Anti Tb drugs S/E,Bronchial CA(C/F,non-metastatic manifestation)Sarcoidosis(vvi-pic ta-exam er din dekhe jaben),pneumoconiosis,Venous thromboembolism(rich factor,features Acute massive ta vlo kore-chart 19.93,fig-19.67),Pulm HTN(VVI),pneumothorax(classify+CF),
IMP CHART:19.2,3,4(vvi),5,6(vvi),7,8(VVi),9,10(vvi),11,12(nodule character),14(vvi),15,16,17,18(vvvvvvvvvvvvi-na pore jaoa haram –duibar bollam),20,21,22(mone rakha ektu tough),25(vvvvvvvvvi),26(vvi),27,29,32,36,37,38,41,42,43,44(marker of severity porben -5 ta ache gune gune ber korben-vvi,urine kontate dakhe,x ray),45,46,47,48,50,51,52,53,54(vvi),55(vvvvvi),56,57,58,60(vvi),61,62,64,70(vvi),71,72(vvvvi),73(vvi),75,76,78,81,82,84(parenchyma row),85,86,88(name only),89,91(disorder only),94(vvi),93(vvvi-Acute massive PE),97,100,102,101,104
Fig:19.4,25,33(vvvvvvvvvi),38(vvi),67,
রেস্পি মোটামুটি সহজ আর পড়তেও খারাপ লাগে না ,এগুলোই পড়লেই ১০০% কাভার হয়ে যাবে।
RHEUMATOLOGY:
IMP TOPIC: Anatomy +physiology-bone cells,matrix,remodelling(regulators),synovial fluid+membrane(valo kore),joint aspirations(nicher koyekta line crystals diye suru je para ta),radionuclitide bone scan,BMD er seser parata –T-score,tissue biopsy,Osteoarthritis(common joints,C/F –chart ta,knee OA,Hip OA,inv)GOUT(vvi-details+Lesch-nyhan synd ta porben –khuje ber kore),CPDCDD,tender spots of fibromyalgia+C/F,septic arthritis(causes),viral arthritis(causes),osteomyelitis,RA(CF,presentations,deformity,extra articular manifestations),stills disease(vvi),Seronegative arthritis,AS(extra-articular feature,x-ray-bamboo spine),Reitre disease(vvi),psoriatic arthritis(nail changes),Enteropathic (organisms),SLE(vvi-C/F,25.69 chart ta porlei hobe valo kore,inv)SS,MCTD,Sjogren synd(features),polymyositis & dermatomyositis(vvvvvvvvi),takayasu+Kawasaki dis(vvi),GCA,Churg-strauss dis,Behcet,s synd(vvi),pagets dis of bone,Dupuytrens contracture,CTS(VVI)
CHART:25.1,2,3,4(vvvvvi),5,6,7(vvvvii),8,9,10,11(anti-centromere,jo,la,Rnp,Ro,scl-70,P-ANCA,C-ANCA),12,13(vvi),fig-25.9 ta valo kore dekhben,chart-25.17,18,19,20(vvi),21,23,24,26,28(vvi),32(vvi),33,37(vvi),38,39,42(vvvvvvvvviiiii),43(vvi),44,46,49,53,55(vvi)56,(vvi),60(vvi-s/e gulo porben),64,65(vvi),67(vvi)68(vvi),69(agei bolsi),70,71,74(vvi),75,76,78,81(name),82(name),83,84(lupus ta)
পেপার থ্রি এর মেইন টপিক উপরের গুলোই এছাড়াও কিছু রেলিভেন্ট আছে যেগুলো নিচে দিলাম :
Ageing & disease:
Fig:7.2(vvi),3(vvi),4
chart-7.5,6(vvi),8,10,11(vvi),
Critical illness:Shock:C/F,chart 8.2(vvi-SIRS),3,4,6(vvi)8,9(ager pora),11,13(vvi),14,15,19(vvi),20(vvvvi),21,23,26,29,
palliative care:chart 12.1,2(fig),6
Infectious disease:
chart;13.1,PUO,3,Neutropenic fever(vvi),10,11,12,20,21(vvi),23,24,26(vvi),28(name only)
বহুত হইসে আর না … 😛
পেপার টু তে ছোট্ট একটা টপিক বাদ গেছে ডেভিডসন মেটাবলিজম ,এটা থেকেও প্রশ্ন আসে ।
METABOLISM(PAPER 2): page no: 449
Imp:Phenylketonuria,Homocystinuria,chart -16.5(vvvvvvvvI),porphyria,predominant hypercholesterolaemia+hypertriglyceridaemia.
আশা করি সব কিছু কাভার হয়ে গেছে । কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন সমাধানের চেস্টা করবো ইনশাল্লাহ।
সামনে পরীক্ষা ,সকলের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভকামনা আর আমার জন্য দোয়া করবেন।
By Dr.Asad
FCPS part-1(Int.Medicine)
MD,Neurology(BSMMU)-Phase-A-সুপারিশপ্রাপ্ত
anything about surgery like this?
f
pls give some guidelline about Radiology…
f
F
*
ভাইয়া চার্ট নাম্বার গুলো মেনশোন করেছেন, এগুলো ডেভিডসন এর কত নম্বর এডিশন থেকে মেনশোন করেছেন? আমরা কোনটা ফলো করব..
২১তম নাকি ২২তম এডিশন
ধন্যবাদ
*
Can u suggest about ENT
২০১৭ জুলাই এর জন্যেও এই টপিক গুলোই ফলো করা যথেষ্ট হবে না?