প্ল্যাটফর্ম নিউজ,
রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
দিনদিন দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। নতুন নতুন জেলায় মিলছে করোনা রোগীর সন্ধান।
এবার করোনায় আক্রান্ত জেলাসমূহের লিস্টে নতুন করে যুক্ত হলো ঝিনাইদহের নাম! জেলাটিতে গতকাল (২৬ এপ্রিল) করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। একইদিনে জেলাটিতে ২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ঝিনাইদহের সিভিল সার্জন সেলিনা বেগম তথ্যটি নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। উভয়ের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। তাঁরা দুজনই সম্প্রতি অন্য জেলা থেকে ঝিনাইদহে এসেছেন।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান,
“যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৯টি নমুনার ফলাফল পাঠানো হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় যে নারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে তিনি গত ২০ এপ্রিল ঢাকা থেকে ঝিনাইদহে আসেন। আর কালীগঞ্জের বাসিন্দা ঐ পুরুষ রোগীটি এসেছেন মাদারীপুর থেকে। তাঁরা কোন অবস্থায় আছেন তা দ্রুত খোঁজ-খবর নিয়ে তাঁদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরো বলেন,
“ঝিনাইদহ জেলা এতদিন করোনামুক্ত থাকলেও এখন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় জেলাকে লকডাউন করার জন্য জেলা প্রশাসনকে জানানো হয়েছে।”
নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়