শুক্রবার, ২৭শে মার্চ, ২০২০ খ্রিস্টাব্দ
সম্প্রতি বিশ্বব্যপী আলোড়ন সৃষ্টি করেছে কোভিড১৯ (সার্স করোনা ভাইরাস -২ ) ভাইরাসের মহামারী। এবার কোভিড১৯ এ আক্রান্ত হলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে বরিস জানান গত ২৪ ঘণ্টায় নিজের মধ্যে রোগটির কিছু মৃদু লক্ষণ অনুভব করছিলেন তিনি। অতঃপর সন্দেহ দূর করতে কোভিড১৯ শনাক্তকরণ পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে বলে জানান তিনি। এ মুহূর্তে তিনি আইসোলেশনে রয়েছেন এবং যুক্তরাজ্যে কোভিড১৯ সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক সকল পরবর্তী দিক নির্দেশনা ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জানাবেন তিনি।
উল্লেখ্য, ইতিমধ্যেই বিশ্বব্যাপী মহামারী সৃষ্টিকারী এই ভাইরাসের শিকার হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। চলতি বছরের ১৩ই মার্চ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সহধর্মিণী সোফি ট্রুডো এবং গত পরশু ২৫শে মার্চ যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্য প্রিন্স চার্লস ৭১ বছর বয়সে এই ভাইরাসের আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক
হৃদিতা রোশনী
তথ্যসূত্রঃ https://www.bbc.com/news/uk-52060791